সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ জুলাই ২০২৪ : “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথম শ্রমনীতি ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান শর্ত স্মার্ট সিটিজেন।”
শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং সুইচ কন্টাক্ট-এর সহযোগীতায় স্মার্ট বাংলাদেশ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মক্ষেত্রে দুর্ঘটনা হ্রাসকল্পে সকলের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এসব কথা বলেন।
‘নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধির পথে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দিনব্যাপী শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ-এর পানশালা কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
তিনি আরো বলেন, শিল্প সেক্টরে নিয়োজিত শ্রমিকদের স্মার্ট করার মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পন করবো।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মাহবুবুল হাসান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন ফিল্ড কর্পোরেট এ্যাফেয়ার্স, সুইচ কন্টাক্ট ও শেভরন বাংলাদেশ-এর ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক-এর মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব) জালাল উদ্দিন, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি এম শিবলী।
কর্মশালায় সকলের বক্তব্যের মধ্যে শ্রম খাতকে শ্রম নিরাপদ করার বিষয়টি উঠে আসে।
এ ছাড়া উক্ত কর্মশালায় ম্যাটারনিটি বেনিফিট, পেশাগত স্বাস্থ্য, যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ ও টেকসই কর্ম নিশ্চিতে আইনের বিভিন্ন অধ্যায় ও তফসিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এমন ৫০টিরও বেশি কলকারখানা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এই কর্মশালায়।
এছাড়াও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D