সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৪
আজ আমার শ্রদ্ধেয় পিতা সৈয়দ আম্বিয়াউজ্জামানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।
এই দিনে (২০০৮ খ্রিষ্টাব্দের ১২ই জুলাই) তিনি আমাদের রেখে না ফেরার দেশে চলে যান।
আমার বাবা ১৯৪০ সালের ৩১শে ডিসেম্বর তদানিন্তন তরফ রাজ্য (বর্তমানে হবিগঞ্জ জেলার অধিকাংশ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কিশোরগঞ্জ জেলার জোয়ানশাহী এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বালিশিরা পরগণা)-এর রাজধানী বর্তমানে লস্করপুর পশ্চিম হাবিলী, হবিগঞ্জ-এ এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতার নাম সৈয়দ আব্দুল মোতাকাব্বির আবুল হোসেন, যিনি তরফ রাজ্যের ছয় আনার জমিদার ও বহুভাষাবিদ এবং সনেট কবিতা লেখক ছিলেন। মাতা নসরত জাহান চৌধুরী। আমার পিতার পূর্ব পুরূষ সুদুর ইয়েমেন হতে আগত হযরত শাহজালাল (রহ.) এর সফরসঙ্গী এবং উনার সিপাহসালার, সৈয়দ নাসিরউদ্দিন (রহ.) এর বংশধর।
আমার বাবা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকায় কর্মজীবন শুরূ করে ঐ প্রতিষ্ঠানের হবিগঞ্জ হতে ড্রাফ্টসম্যান (নক্সাকারক) হিসেবে ১৯৯৭ ইং সনে অবসরপ্রাপ্ত হন।
আমার বাবার আপন বড় ভাই বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন এবং ভাতিজা বাংলাদেশের ১৪তম প্রধান বিচারপতি, বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এবং আরেক ভাতিজা বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি ছিলেন।
আমার বাবা সুলতানশী হাবিলী, হবিগঞ্জ এর তরফ রাজ্যর নয়আনী জমিদার এবং সিপাহসালার সৈয়দ নাসিরুদ্দিন (রহ.) এর বংশধর সৈয়দ মোহাম্মদ উল্লাহ ওরুফে টেনু মিয়ার ছোট কন্যা সৈয়দা সাইয়্যেদা বেগম এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সুলতানসী সাহেব বাড়ীর পীর সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরুফে দুলাল মিয়া উনার আপন ভাগিনা ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি চার পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
“”আমার দেখামতে–জীবদ্দশায় তিনি দান খয়রাতে ও মানুষের আপদে বিপদে নিজেকে সবসময় উৎসর্গ করেছেন।
মৃত্যুর পূর্বে তিনি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ আইডিয়াল হাই স্কুল সংলগ্ন এলাকায় নিজ ভুমিতে বসবাস করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন।
তার আচার ব্যবহার আদর্শ আমাদেরকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করে।
আল্লাহ্ সুবহানুতায়ালা উনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।
#
সৈয়দ আক্রামুজ্জামান
বেঞ্চ অফিসার
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
হাইকোর্ট বিভাগ, ঢাকা।
১২-০৭-২০২৪
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D