আন্তর্জাতিক সম্মাননা ‘টেরি বেকার’ পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আন্তর্জাতিক সম্মাননা ‘টেরি বেকার’ পুরস্কার পেলেন হবিগঞ্জের তোফাজ্জল সোহেল

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৪ : পানি ও নদী বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার এলায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করেন বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও লং আইল্যান্ড সাউন্ডকিপার টেরি বেকারের নামে ২০১৬ সাল থেকে প্রবর্তিত এই পুরস্কার যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের বাইরের ওয়াটারকিপার সদস্যদের মধ্যে প্রদান করা হয়। এবছর যুক্তরাষ্ট্র থেকে অ্যাওয়ার্ড লাভ করেন নর্থ ক্যারোলিনার এস টি জনস রিভারকিপার লিসা রিনামেন ও বাংলাদেশের তোফাজ্জল সোহেল।

Manual2 Ad Code

২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গ রাজ্যের মিলওয়াকি শহরে সম্মেলনের শেষ দিন ওয়াটারকিপার এলায়েন্সের সমাপনী অধিবেশনে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কাউন্সিল বোর্ডের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ও তোফাজ্জল সোহেল এর মনোনয়নকারী ওয়াটারকিপার এলায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য শরীফ জামিল।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন ওয়াটার অ্যালায়েন্স এর নির্বাহী পরিচালক মার্গ ইয়াগি, নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক কার্ল কোপ্লান, মিলওয়াকি রিভারকিপার সেরল নানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩ শ জন ওয়াটারকিপার এর সদস্য।

Manual5 Ad Code

২০১৪ সাল থেকে ওয়াটারকিপার অ্যালায়েন্স এর সাথে সম্পৃক্ত তোফাজ্জল সোহেল ২০০৬ সাল থেকে হবিগঞ্জের খোয়াইসহ অন্যান্য নদী রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিগত ১০ বছরের সেই কাজের স্বীকৃতি হিসেবে তোফাজ্জল সোহেলকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বের নদী রক্ষায় বিশেষ অবদান রাখা নদীকর্মীদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্বব্যাপী নদী কর্মীদের জন্য এটি একটি বিরল সম্মাননা।

পুরষ্কার পেয়ে তোফাজ্জল সোহেল বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলে ভালো লাগে তবে দায়িত্বও বেড়ে যায়। আমি এই পুরস্কার পেয়ে আনন্দিত।

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

Manual1 Ad Code

নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ‘টেরি বেকার’ পুরস্কার লাভ করায় বাংলাদেশের খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “ব্যক্তি ও সংগঠন নদী সুরক্ষায় শক্তিশালী ভূমিকা রাখতে পারে। সংগঠন শক্তিশালী হলে প্রতিবাদ জোরালো হয়। নদীর দখল-দূষণ, বালু উত্তোলন প্রক্রিয়ার সঙ্গে অনেক সময় সরকারি কর্তাব্যক্তিও জড়িত থাকেন। নদী রক্ষকদের ভক্ষকের ভূমিকায় দেখা যায়। ঘটনা বিশেষে প্রতিকারও চাইতে হয় সেই ভক্ষকের কাছে। এমন বাস্তবতায় সামাজিক চাপ সৃষ্টি করতে হয় নদী সুরক্ষার জন্য। তোফাজ্জল সোহেলের আন্তর্জাতিক এ স্বীকৃতি নিশ্চয়ই নদী সুরক্ষার আন্দোলনকে এগিয়ে নিবে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code