শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

শ্রীমঙ্গলের প্রথিতযশা সাংবাদিক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ অক্টোবর ২০২৪ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ।

শ্রীমঙ্গলের বরেণ্য ও প্রথিতযশা সিনিয়র সাংবাদিক গোপাল দেব চৌধুরী ৭২ বছর বয়সে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ২০১৭ সালের ০৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরী, স্ত্রী ইলা দেব চৌধরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সভাপতি। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ২৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করেন। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

Manual3 Ad Code

এছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সভাপতি, শ্রীমঙ্গল ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

২০০৪ সালের ২৫ জুলাই থেকে সাপ্তাহিক চায়ের দেশ প্রকাশিত হলে, তিনি এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন আরাফাত রবিন।

সৈয়দ আমিরুজ্জামানের শ্রদ্ধা

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক গোপাল দেব চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code