সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
😚 আজকাল খুব মুখ সামলে চলতে হয়। মুখ ফস্কে গেলেই বিপদ। “মেয়েছেলে” বললে ভদ্রমহিলারা তেড়ে মারতে আসেন। “ব্যাটাছেলে” বললে পুরুষরা ব্যাকডেটেট বলে দুয়ো দেয়! অল্পবয়সী ছোকরাকে “খোকা” বলে ডাকলে যেভাবে তাকায় তাতে কাউকে “খুকি” বলে ডাকার সাহস হয় না! বাসের বুড়ো কন্ডাক্টর আপনাকে “কাকু” বলে টিকিট চাইতে পারেন কিন্তু আপনি তাঁকে “ভাইপো” বললে ভারী অসন্তুষ্ট হন! ডিমের বড়াকে “ওমলেট” বলে, গোটা মুগ হলো “তরকা”, ছাঁকা তেলে ভাজাকে “ডিপফ্রাই” বলে আর খাওয়ার পরে দুটো বাতাসা চোষাকে বলে “ডেসার্ট”!
মুখ সামলে চলতে হয়, বেফাঁস বললেই গোলমাল।
লূজ ক্যারেক্টরকে বলতে হয় “রমণীমোহন”,
মহিলাবাজকে বলতে হয় “রোমিও”,
লোফাররা হলো গিয়ে “ড্রপ আউট”,
আর চোর ডাকাত মিলে তৈরী রাজনৈতিক দলের লোকেরা সব “সমাজসেবক”!
সবদিক ভেবে তবে কথা বলতে হয়, জিভকে ভারী বাগে রাখতে হয়।
চুরি কে বলতে হয় “দুর্নীতি”,
ঘুষকে বলতে হয় “কাটমানি”,
ডাকাতিকে বলতে হয় “উন্নয়ন”
উস্কানিকে বলতে হয় “অনুপ্রেরণা”
দেশ জুড়ে লুঠ চালালে সেটা “বিকাশ”,
দেশ বেচে দিলে সেটা “বিলগ্নীকরণ”,!
সুতরাং সাবধানে থাকুন, সাবধানে শব্দচয়ন করুন,
মনে যা আসলো ফস করে বলে বসবেন না।।
(অপ্রিয় সত্যি)
( সংগৃহীত )
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D