মৌলভীবাজারে পিএফজি’র আন্তঃধর্মীয় সংলাপ

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

মৌলভীবাজারে পিএফজি’র আন্তঃধর্মীয় সংলাপ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৬ অক্টোবর ২০২৪ : “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর ২০২৪) সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার হলরুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী।

সমবেত জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া এ সংলাপে পবিত্র কোরান তেলোয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম শেখ মো: শাহ আলম, পবিত্র গীতা পাঠ করেন প্রেমনগর চা বাগানের পুরোহিত কমলাশিষ চক্রবর্তী, পবিত্র বাইবেল পাঠ করেন মৌলভী পান পুঞ্জির মন্ত্রী ক্ষিতিশ আরেং।

Manual4 Ad Code

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজার এর সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে এবং পিএফজি’র সদস্য ও সাপ্তাহিক দুর্বার সংবাদ পত্রিকার সম্পাদক রিংকু চক্রবর্ত্তীর সঞ্চালনায় উক্ত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সিলেট বিভাগীয় সম্মন্বয়কারী আকলিমা চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর মনিটরিং অফিসার সাইদুল ইসলাম।

Manual1 Ad Code

Manual2 Ad Code

উক্ত সংলাপে সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক প্রবন্ধ পাঠ করেন পিএফজি’র মৌলভীবাজারের সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষ।

উক্ত আন্তঃধর্মীয় সংলাপে অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য দেন পিএফজি’র এ্যাম্বেসেডর ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে, মৌলভীবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্যামল কান্তি দাশ, উপজেলা জামে মসজিদের ইমাম শেখ মো: শাহ আলম, বাংলাদেশ হিন্দু মহাজোটের মৌলভীবাজার জেলা সভাপতি জ্যের্তিময় চক্রবর্ত্তী, পিএফজি’র সদস্য ও নাট্য ব্যক্তিত্ব রুহুল আহমদ, পিএফজি’র সদস্য ও শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির সভাপতি মুহিবুর রহমান প্রমুখ।

এ সংলাপ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সাথে জড়িত নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সেবায়িতগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code