শ্রীমঙ্গলে দুজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

শ্রীমঙ্গলে দুজনের লাশ উদ্ধার

মো. আফজল হোসেইন | শ্রীমঙ্গল, ১৫ অক্টোবর ২০২৪ : শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগান ও জানকী ছড়া বাগান থেকে পুরুষ -মহিলার মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) স্থানীয়দের থেকে খবর পেয়ে কালীঘাট চা বাগান থেকে একজন ব্যাক্তির লাশ উদ্ধার করেন শ্রীমঙ্গল থানা।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন খান জানান, সকালে সেখানকার স্থানীয়রা ফোন দিয়ে পড়ে থাকা লাশের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। প্রাথমিক অবস্থায় পরিচয় না মিললেও পরবর্তীসময়ে পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। মৃতু ব্যক্তির বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মুসলিম বাগ এলাকার বাসিন্দা। মৃত ব্যক্তির নাম মো.আবুল খায়ের (৩২) লোকটি বিবাহিত ছিলেন। পুলিশ জানায় পরিবারের লোকেরা বলছে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এদিকে ডলুছড়া বাগান এলাকা থেকেও অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে লাশটি দুই তিনদিনের আগের বিধায় চেহারা দৃশ্যমান নয়। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের কাজ অব্যহত রয়েছে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।