সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ১৮ অক্টোবর ২০২৪ : বাঙালির স্বাধীন জাতি-রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র-যুব সমাজের দুঃসাহসিক উদ্যোগে সৃষ্ট ঐতিহাসিক দিবসসমূহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছে যুব বাঙালি।
যুব বাঙালি মনে করে, বাঙালির স্বাধীন জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের যে ধরণের জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিলো জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই ধরণের ঐক্যের প্রতিফলন রয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারে যে ঐক্য তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক দিবস বাতিলকে কেন্দ্র করে সেই ঐক্যে ফাটল সৃষ্টি হতে পারে। যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কারের অন্তরায়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০০৪) যুব বাঙালির পক্ষে সংগঠক কামরুজ্জামান অপু, তানসেন, মশিউর রহমান দিপু, বাঁধন, অভি খান, মোহাম্মদ আলী পারভেজ, মুনতাসির সিয়াম, ওয়ালিদ হাসান ভুবন, শরিফুল ইসলাম হৃদয় এক বিবৃতিতে ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দেয়ার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করা হয়।
এক বিবৃতিতে বলা হয়, বাঙালির হাজার বছরের আকাঙ্ক্ষা স্বাধীন জাতি-রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার। একাত্তরের প্রেক্ষাপটে ২ মার্চ ছাত্র সমাজের প্রতিনিধি আ স ম আবদুর রব কর্তৃক প্রথম পতাকা উত্তোলন, ৩ মার্চ শাহজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ ঘোষণা, ২৩ মার্চ ছাত্র সমাজের প্রতিনিধি কামরুল আলম খান খসরু কর্তৃক গান ফায়ার ও ২৬-২৭ মার্চ বাঙালি সৈনিকদের পক্ষ থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতি-রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে বিশেষ বিশেষ দিক নির্দেশনা।
যুব বাঙালি মনে করে, এ সব ঐতিহাসিক দিক নির্দেশনা স্বাধীনতাকামী মানুষকে উজ্জীবিত করেছিলো, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামে ধাবিত করেছিলো। সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আজকের এই বাংলাদেশ।
বিবৃতিতে আরো বলা, জনমানুষের সশস্ত্র সংগ্রামের ইতিহাসকে দলীয় স্বার্থে ও ফ্যাসিবাদ কায়েমে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলো গণহত্যাকারী আওয়ামী লীগ। ফ্যাসিবাদকে ভেঙে দিয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান। এমন প্রেক্ষাপটে স্বাধীন দেশ প্রতিষ্ঠায় নানা শ্রেণী- পেশার মানুষের ত্যাগের ইতিহাস তুলে ধরা ও ঐতিহাসিক দিবসসমূহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে ২০২৪-এর জাতীয় ঐক্যকে কাঠামোগত রূপদানের সূচনা সম্ভব।
যুব বাঙালি মনে করে, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-যুব সমাজের বিপ্লবী কর্মকাণ্ডগুলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার মাধ্যমে পতিত ফ্যাসিস্ট-এর কালো ছায়া থেকে বেরিয়ে আসা সম্ভব। অন্যথায় অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো জনগণের আত্মত্যাগকে পাশ কাটানো এবং ঢেকে রাখার মতো আত্মঘাতি ঘটনার পূর্ণাবৃত্তি ঘটবে। যা নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐক্যের আকাঙ্ক্ষায় ফাটল সৃষ্টি করবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D