বিএআরআই আঞ্চলিক কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

বিএআরআই আঞ্চলিক কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

Manual2 Ad Code

বিশেষ সংবাদদাতা, আকবর পুর (মৌলভীবাজার), ১৯ অক্টোবর ২০২৪ : বিএআরআই’র মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হায়দার হোসেনের সাথে শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৯ অক্টোবর ২০২৪) সকালে মৌলভীবাজারের আকবরপুরস্থ বিএআরআই’র আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র-এর প্রশিক্ষণ ভবনের সেমিনার কক্ষে নাগরিক পরিষদের নেতৃবৃন্দের এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোছাব্বির আল মাসুদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জাবের উদ্দিন আহমদ, মো. সাহারার ইসলাম রুহিন ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।
এ সাক্ষাৎ পর্বে আরও উপস্থিত ছিলেন বিএআরআই’র গাজীপুর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র-এর পরিচালক ড. এফ এম আবদুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।

Manual8 Ad Code

সাক্ষাৎ পর্বে ড. এফ এম আবদুর রউফ বলেন, সিলেট অঞ্চলে উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা -সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে ফসল উৎপাদনের সমস্যা চিহ্নিতকরণ ও যুগোপযোগী বৈরী আবহাওয়া প্রতিরোধী হাইব্রিড জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষি গবেষণা ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সিলেট অঞ্চল তথা দেশের কৃষি উন্নয়ন ও গবেষণা কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

Manual1 Ad Code

 

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code