অসাম্প্রদায়িক শক্তির ঐক্যকে এগিয়ে নিয়ে যাবেন আমু: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

অসাম্প্রদায়িক শক্তির ঐক্যকে এগিয়ে নিয়ে যাবেন আমু: ওয়ার্কার্স পার্টি

ঢাকা, ০৮ জুলাই ২০২০: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নতুন সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ‘প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হওয়ায় তাকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি।’

তারা বলেন, ‘আমু ষাটের দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, এরশাদের আমলে স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে ১৪ দলের আন্দোলনে দৃঢ় ভূমিকা রেখেছেন। অসাম্প্রদায়িক শক্তির ঐক্য ও তাকে এগিয়ে নিতে তিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন।’

আমু ১৪ দলকে আরও কার্যকর ভূমিকায় এগিয়ে নেবেন বলে আশা প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির শীর্ষ এই দুই নেতা।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অাধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ১৪ দলীয় জোটের ঐক্য জোরালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অাশা করছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ