সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ অক্টোবর ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রিন্ট ও ইলেষ্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।
শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সভাপতি মো: নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো: তাজু উদ্দিন তাজু, কমলগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মো: দুরুদ আহমদ, উপজেলা যুবদল সভাপতি মহিউদ্দিন জারু, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মো: মোচ্ছাবির আলী মুন্না প্রমুখ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, গত ১৬ বছর যাবৎ আওয়ালীগ ও এমপি আব্দুস শহীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। মামলা হামলার শিকার হয়েছি। আমার ইফতার পার্টির মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে। আমাকে বাড়ীতে এসে ঈদ করতে দেওয়া হয়নি। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
আমার ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত স্কুল কলেজ ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে হয়রানি অপদস্ত করাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃস্টি করেছে। দলীয় কোন কর্মসূচিতে অংশ নিতে পারিনি।
তিনি আরও বলেন, এখন আওয়ামী সরকারের বিদায় হওয়ায় সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগ করতে পারছি। তাই আগামীতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D