আমার ফলের ঝুড়িতে বেশি চেরি নেই আর

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

আমার ফলের ঝুড়িতে বেশি চেরি নেই আর

Manual4 Ad Code

কাজী গুলশান আরা |

আমার ভিতরের আমি আজ উপলব্ধি করেছে …
আমার ফলের ঝুড়িতে বেশি চেরি নেই আর,

Manual6 Ad Code

এখন আমি মানুষের কাছাকাছি থাকতে চাই, খুব কাছাকাছি,
যারা নিজেরা হোঁচট খেয়ে হাসে,
এবং যারা পরিণত,
যারা আত্মতৃপ্তি থেকে দূরে এবং নিজেদের বিজয় যাদের আত্মবিশ্বাসী করেনা,
আত্মহংকার থেকে যারা দূরে.
আমার জন্যে এখন অপরিহার্য হল যা জীবনকে সার্থক করে তোলে শুধুই তা।

এবং আমার জন্য নিতান্ত প্রয়োজনীয় জিনিসটুকুই এখন যথেষ্ট!
হ্যাঁ, এই অন্তর্নিহিত আমি আজ তাড়াহুড়ো করছি ভীষন
আমি সেই তীব্রতার সাথে বেঁচে থাকার তাড়াহুড়ো করছি যা শুধুমাত্র পরিপক্কতাই দিতে পারে।

Manual6 Ad Code

আমার ঝুড়িতে অবশিষ্ট চেরিটুকু অপচয় করার কোনো ইচ্ছাই নেই.

Manual1 Ad Code

আমি নিশ্চিত যে বিগত চেরি গুলোর চেয়ে তারা অতীব সুমিষ্ট হবে, কারন তারা পরিণত
আমার শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে চাই, যা শুধু আমার তাই নিয়ে
এবং বাঁচতে চাই শুধুই আমার প্রিয়জন এবং আমার অন্তর্নিহিত আমির সাথে।

Manual2 Ad Code

কনফুসিয়াসের মতে “আমাদের দুটি জীবন আছে
এবং দ্বিতীয়টি শুরু হয় যখন আমরা বুঝতে পারি যে আমার কাছে শুধু একটি মাত্রই বাকি আছে।”

অনুবাদ –

কাজী গুলশান আরা

এ সংক্রান্ত আরও সংবাদ