বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৬ নভেম্বর ২০২৪ : বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকালে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজতকান্তি দাশের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মো. মোজাহিদুল ইসলাম সিতু এবং গীতা পাঠ করেন নিতাই দাশ।

শুভেচ্ছা বক্তব্য দেন গণমাধ্যম কর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমান।

সভায় সমিতির চলতি বছরের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক রজতকান্তি দাশ। আয়ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সমিতির অর্থ সম্পাদক আব্দুল জলিল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ।

মৌলভীবাজার ইলেক্ট্রিশিয়ান সমিতির বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. দেওয়ান আহমদ, সংগঠনের উপদেষ্টা ও কমিউনিস্ট নেতা এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সংগঠনের উপদেষ্টা ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মো. মওদুদ, সাংবাদিক শ ই সরকার জবলু, চন্দ ভট্টাচার্য, বিবিএস ক্যাবলস কোং মার্কেটিং ম্যানেজার ও বিজলী ক্যাবলসের ইন্দ্রজিত সরকার ও মো. খলিলুর রহমান প্রমূখ।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরবি ক্যাবলসের শাখা ব্যবস্থাপক মো. কবির হোসেন, বিবিএস ক্যাবলসের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মো. রাজিবুল ইসলাম, এসকিউ ক্যাবলসের ডেপুটি ম্যানেজার মো. রবিউল ইসলাম, পারটেক্স ক্যাবলসের মো. মাহমুদুল হাসান, বিজলী কেবলসের জোনাল ম্যানেজার মো. নূর আলম, ওসাকা কোম্পানির ম্যানেজার মো. মিজানুর রহমান মিন্টু, ওয়াল্টন এক্সেসরিজের টিএসএস জর্জিস আহমেদ সবুজ, লাইটিং গ্রুপের টিএসএস মো. ফয়সাল আহমেদ ও কবির খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ