সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৬ নভেম্বর ২০২৪ : “কোনোভাবেই জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করা চলবে না। দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি, হুমকি-ধামকি ও সাম্প্রদায়িক ঘটনাবলী বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষসহ সাধারণ জনগণ আজ দিশেহারা। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।”
গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লড়াই অব্যাহত রাখার উদ্দেশ্যে মৌলভীবাজারে ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আসলাম খান এসব কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর ২০২৪) বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা উপলক্ষে এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক কমরেড নিলিমেষ ঘোষ বলু, বাংলাদেশ কৃষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জহরলাল দত্ত, সিপিবি নেতা কমরেড আব্দুল লতিফ, সিপিবি’র জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক মিয়া প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D