সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলাম আর নেই

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

সিনিয়র ফটো সাংবাদিক নজরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ নভেম্বর ২০২৪ : জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খবরের সিনিয়র ফটো সাংবাদিক মো: নজরুল ইসলাম আর নেই।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) ভোর ৬.১৫ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর রূপনগর আবাসিক এলাকার জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ফটো সাংবাদিক মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ