দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে

Manual1 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ ডিসেম্বর ২০২৪ : দেশের মধ্যে সবচেয়ে শীতলতম এলাক হিসেবে পরিচিত চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল।

দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস। মৌসুমের শুরু থেকেই শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে শ্রীমঙ্গলে। ফলে ঘন কুয়াশার আবরণে ঢেকে গেছে পথঘাটসহ পুরো এই অঞ্চল। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপাকে, প্রচন্ড ঠান্ডায় বের হতে পারছে না ঘর থেকে এবং বস্ত্রহীন মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। শীতের তীব্র ঠান্ডায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো রোগের প্রকোপ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।শীতের তীব্রতা বৃদ্ধি সম্পর্কে আরও জানতে চাইলে আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিছুর রহমান জানান, এর থেকে বেশি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিনে সামান্য কিছু কমতে পারে বলে জানান এই কর্মকর্তা।

Manual2 Ad Code

শীতের তীব্রতায় মানবদেহে দেখা দেয় বিভিন্ন রোগের উপসর্গ, এর মধ্যে সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো এসব রোগ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগের উপসর্গ দেখা দেয় তবে এখন পর্যন্ত রোগীর সংখ্যা হাসপাতালে স্বাভাবিক আছে বলে জানান।
ঠান্ডাজনিত রোগীদের কী ধরনের সেবা দিয়ে থাকেন, সেই সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও লক্ষণ খারাপ হলে হাসপাতালে ভর্তি করে সেবা প্রদান করা হয়।

প্রচন্ড ঠান্ডায় শীতার্তদের মাঝে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মহসিন মিয়া মধু। এ বিষয়ে ওনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ১৪ হাজারের অধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করি। কতো সংখ্যক শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন এমন প্রশ্ন করলে তিনি বলেন,এই উপজেলা একজন ব্যাক্তিও যদি অবশিষ্ট থাকে তাকেও আমার সহযোগিতার হাত থেকে দূরে রাখতে চাইনা। এই কার্যক্রম অব্যাহত থাকবে এই উপজেলার সাধারণ মানুষের জন্যে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code