রাজধানীতে বায়ুদূষণ রোধে পানি ছিটানো কার্যক্রম চলমান

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

রাজধানীতে বায়ুদূষণ রোধে পানি ছিটানো কার্যক্রম চলমান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গত পহেলা ডিসেম্বর থেকে রাস্তা ঘাটে ধুলো-বালি নিরসনে পানি ছিটানোর কার্যক্রম পরিচালনা করছে।

Manual6 Ad Code

প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত গাড়ির মাধ্যমে রাজধানীর রাস্তাগুলোতে পানি ছিটানোর কার্যক্রম পরবর্তী নির্দেশনা পর্যন্ত চলমান থাকবে।

Manual3 Ad Code

যে রাস্তাগুলোতে পানি দেওয়া হচ্ছে- আব্দুলগনি রোড (সচিবালয় রাস্তা) কলেজ রোড, নগর ভবনের সামনের রাস্তা, কাকরাইল মসজিদ থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড পর্যন্ত (রাস্তার উভয় পাশে), হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে বাংলামোটর পর্যন্ত, দোয়েল চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত, ভিসি বাসভবন থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত, ঢাকা কলেজ সম্মুখ রাস্তা, জিগাতলা, সাইন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রী কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। কমলাপুর স্টেডিয়াম থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত, নটরডেম কলেজ থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, শাহজাহানপুর মোড় থেকে ফকিরাপুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। মতিঝিল শাপলা চত্বর থেকে পল্টন মোড় হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবনে পর্যন্ত, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর হয়ে বিজয় নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

Manual6 Ad Code

ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতি বাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্ট কাচারীসহ বাহাদুর সাহা পার্ক পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। কমলাপুর স্টেডিয়াম থেকে গোলাপবাগ, ধলপুর, সায়দাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্ত খোলা মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code