শ্রীমঙ্গলে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

শ্রীমঙ্গলে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন

Manual8 Ad Code
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ ডিসেম্বর ২০২৪ : শ্রীমঙ্গলে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে খাজা মোজাম্মেল হক (রহ:) ফাউন্ডেশন। এ ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজারেরও অধিক নারী-পুরুষকে মেডিকেল চেক-আপ শেষে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন গ্রান্ড সুলতান টি রিসোর্টের স্বত্বাধিকারী ও খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় দিকে শহরের কলেজ রোডস্থ দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দেশের স্বনামধন্য একঝাঁক দক্ষ চিকিৎসকের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, জেমস ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী, গ্রান্ড সুলতান টি রিসোর্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য যে, জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সের শ্রীমঙ্গল শাখা থেকে অত্র অঞ্চলের দরিদ্র পীড়িত জনসাধারণের মাঝে দিনভর বিনামূল্যে মেডিকেল চেক-আপ ও ঔষধ বিতরণ কার্যক্রম কর্মসূচীর আয়োজন করা হয়।
ঢাকা ও সিলেটের বিভিন্ন নামকরা হাসপাতালের শিশুরোগ, স্ত্রীরোগ ও প্রসূতি, চর্ম ও যৌন, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ইউরোলজি, অর্থোপেডিক্স, জেনারেল প্র্যাকটিশনার, মেডিসিন, নাক-কান-গলা, নিউরোলজি বিভাগের ৩৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই মহতী কার্যক্রমে চিকিৎসাসেবায় অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।
গ্রান্ড সুলতান টি রিসোর্টের স্বত্বাধিকারী ও খাজা মোজাম্মেল হক (রহ:) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, ‘খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের তিনটি কার্যক্রম নিয়ে আমরা ২০০১ সাল থেকে মানবসেবায় এ কার্যক্রম শুরু করি। শ্রীমঙ্গলে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করলাম। তবে এটা অনেকটা চ্যালেঞ্জিং, ২৩শ পঞ্চাশ জনের মতো রেজিষ্ট্রেশন হয়ে গেছে। এছাড়াও হয়তো আরো সুযোগ থাকবে, তিন থেকে সাড়ে তিন হাজার রেজিষ্ট্রেশন হয়ে যাবে। প্রায় ৩৯ জনের মতো চিকিৎসক কাজ করছেন। আমি চাই লোকসংখ্যা বাড়ানোর থেকে কোয়ালিটিপূর্ণ চিকিৎসা সেবা পাক প্রতিটি উপকারভোগী।’
মূলত: খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন কাজ করছে, তিনটি বিষয় নিয়ে। হেলথ্ সার্ভিস, স্বাবলম্বী করার একটা প্রকল্প ও আরেকটা হচ্ছে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার জন্য স্কলারশিপ প্রোগ্রাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code