আজ শুরু হচ্ছে অসুখ, ঔষধ ও আরোগ্যের ইতিহাস এবং রোগমুক্ত পৃথিবীর সংগ্রাম নিয়ে বক্তৃতামালা

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

আজ শুরু হচ্ছে অসুখ, ঔষধ ও আরোগ্যের ইতিহাস এবং রোগমুক্ত পৃথিবীর সংগ্রাম নিয়ে বক্তৃতামালা

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪ : আলোর ইশকুলের বিষয়ভিত্তিক বক্তৃতা আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) থেকে শুরু হচ্ছে ”অসুখ, ঔষধ ও আরোগ্যের ইতিহাস বিষয়ক বক্তৃতামালা”।

এই সিরিজে প্রায় ৮ থেকে ১০টি বিষয়ে বক্তৃতা আয়োজন করা হবে। দেশের খ্যাতিমান চিকিৎসক ও বিশেষজ্ঞগণ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।

আমাদের ২৭ ডিসেম্বর ২০২৪ এর বক্তৃতার বিষয়: সংক্রামক রোগ মুক্ত পৃথিবীর সংগ্রাম।

বক্তা : বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, চিকিৎসক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার।
শুরুর সময় সকাল ১১টা ৩০ মিনিট। স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষ।

বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন উদার ও আধুনিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ‘আলোর ইশকুল’ নামে একটি উৎকর্ষধর্মী কর্মসূচি চালু করে।
আগ্রহী সকলকে আলোর ইশকুলের এই বিষয়ভিত্তিক বক্তৃতামালা উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ