মেডিকেলে ভর্তি পরীক্ষা: গতবছরের চেয়ে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

মেডিকেলে ভর্তি পরীক্ষা: গতবছরের চেয়ে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৪ : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজ রোববার এ তথ্য জানান।

Manual2 Ad Code

এবার কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসেবে এই বছর একটি আসনের জন্য ২৫ (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সে হিসেবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি ছয়জন প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে।

এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অনলাইনে আবেদন শেষ হয়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ৩৫ হাজার ২৬১ শিক্ষার্থী আবেদন করেছেন।

Manual4 Ad Code

আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এরমধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধা তালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

লিখিত ভর্তি পরীক্ষা কীভাবে
লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।

Manual5 Ad Code

লিখিত পরীক্ষার নম্বর বিভাজন কীভাবে
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন থাকবে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময় ১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
* প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ ১২ থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৫।

* ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code