সিলেট ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪
কমলগঞ্জ প্রতিনিধি, ৩০ ডিসেম্বর ২০২৪ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর (শ্রীঘর) গ্রামে বকুল ভট্টার্চাযের নেতৃত্বে আপন বড় ভাইয়ের স্ত্রী বিভা ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিভা ভট্টার্চাযের স্বামী মুকুল ভট্টার্চায বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২৯/১২/২০২৪ইং তারিখে দুপুর আনুমানিক ২.৩০ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে।
র্দীঘদিন ধরে জমিজমা ও অন্যান্য বিষয়াদী নিয়ে মুকুল ভট্টার্চাযের পরিবারের সাথে হামলাকারীদের বিরোধ ও মনোমালিন্যতা চলে আসছিল। ঘটনার দিন মুকুল ভট্টার্চাযের ছেলে টিটু ভট্টার্চায যৌথ মালিকানাধীন পুকুরের নিজ অংশে মাছ ধরতে গেলে তারই জেঠ্যাতো ভাই মিঠু ভট্টাচার্য বাধা প্রদান করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে টিটু ভট্টাচার্য মাছ ধরা বাদ দিয়ে নিজ ঘরে ফিরে আসার সময় নিজ ঘরের সম্মুখে বকুল ভট্টার্চাযের নেতৃত্বে মিঠু ভট্টাচার্য, বিপুল ভট্টাচার্য, লিটু ভট্টাচার্য, স্বপন ভট্টাচার্য ও বিউটি ভট্টাচার্য দেশীয় অস্ত্র-স্বস্ত্রসহ টিটু ভট্টাচার্যের উপর হামলা করে এবং মুকুল ভট্টাচার্য ও তাঁর স্ত্রী বিভা ভট্টাচার্যকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করতে গেলে বকুল ভট্টাচার্য এবং তার সহযোগীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বিভা ভট্টাচার্যকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং বসত গৃহে হামলা ও ভাঙ্গচুর চালায়। এতে বসত গৃহ ও সামনে
থাকা মোটর সাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়। উক্ত হামলায় বিভা ভট্টাচার্য মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হোন। একই সাথে মকুল ভট্টাচার্য ও তার ছেলে টিটু ভট্টাচার্য আহত হোন। বিভা ভট্টাচার্যকে স্থানীয় পর্যায়ে চিকিৎসার পর অবস্থা বিবেচনায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। র্বতমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
কমলগঞ্জ থানার এসআই মো. সবুজ মিয়া জানান এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, তদন্তর্পূবক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D