বিচারপতি টি এইচ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

বিচারপতি টি এইচ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ : খ্যাতনামা আইনজ্ঞ ও সাবেক বিচারপতি টি এইচ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী কাল।

দেশবরেণ্য এই আইনবিদ ২০২২ সালের ১৬ জানুয়ারি ১০২ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আগামীকাল বৃহস্পতিবার মরহুমের রাজধানীর তাজমহল রোডের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে উনার কবর জিয়ারত করা হবে।

অপরদিকে ১৭ জানুয়ারি শুক্রবার মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।

মরহুমের বড় ছেলে সাবেক এমপি এডভোকেট আফজাল এইচ খান ও উনার পরিবারের পক্ষ থেকে উনার সর্বস্তরের গুনগ্রাহীদের কাছে আত্মার মাগফিরাত কামনা করে দেয়া চেয়েছেন।

দেশবরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় এই আইনবিদ ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন ঔটি গ্রামে জন্মগ্রহণ করেন।

বিচারপতি টি এইচ খানের প্রকৃত নাম মো. তাফাজ্জাল হোসেন খান। তিনি ১৯৪৭ সালে আইন পেশায় যোগ দেন। ১৯৬৮ সালে তিনি তদানিন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। এরপর ১৯৭৩ সালের জুলাই মাসে পুনরায় আইন ব্যবসায় ফিরে আসেন। ১৯৭৭ ও ১৯৯৫ সালে দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন তিনি। ১৯৭৯ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর মন্ত্রিসভায় একাধারে আইন ও সংসদীয়, শিক্ষা, তথ্য ও বেতার, ভূমি, ধর্মবিষয়ক এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯২ সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিষ্ঠা করেন বিচারপতি টি এইচ খান। এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৫ থেকে ১৯৯৯ সালের ১৯ জুন পর্যন্ত বিচারপতি টি এইচ খান জাতিসংঘের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডার বিচারপতি ছিলেন। এটি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদের সমান মর্যাদার।

এ সংক্রান্ত আরও সংবাদ