‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ পদক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ পদক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি, ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৫ : সেইফ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান)-এর ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেলেন পরিবেশ-প্রকৃতি বিষয়ক সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। তিনি বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের মৌলভীবাজারের ‘ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট’।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) দুপুরে ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন তার হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

Manual3 Ad Code

অনুভূতি প্রকাশ করে বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের দেশের অতি মূল্যবান সম্পদ। এই চেতনাটুকু বুকে ধারণ করে প্রকৃতি ও বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষায় আমাদেরকে নিজেদের অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

সোয়ানের ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত, চিত্র পরিচালক মেহেদি হাসিব, অভিনেত্রী আইরিন সুলতানা এবং সোয়ানের প্রেসিডেন্ট আদনান আজাদ-সহ দেশের খ্যাতনামা সব বন্যপ্রাণী আলোকচিত্রী এবং প্রাণি-গবেষক, প্রাণী-স্বেচ্ছাসেবী এবং আগ্রহী জনসাধারণ।

Manual8 Ad Code

জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রথম ‘আরবান বার্ড রেস-২০২৫’ প্রতিযোগিতার সফল আয়োজন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

প্রতিযোগিতায় বিবন্ধিত বাক্তিরা ৩-৪ জনের দলে বিভক্ত হয়ে নির্ধারিত দু’ ঘণ্টা সময়ে পাখি দেখেছেন, সনাক্ত করেছেন এবং তা তালিকা করেছেন। নির্ধারিত সময়ে যে দল সবচেয়ে বেশি প্রাজতির পাখি দেখেছেন; এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করে পুরস্কার প্রদান করে হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোশক ছিল ক্রিসেন্ট লুঙ্গি। উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন মো. সাখাওয়াত হোসাইন (সহকারী অধ্যাপক; প্রণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং সেইসাথে দুই সম্মানিত বিচারক ছিলেন সরওয়ার পাঠান; (প্রখ্যাত প্রাণী সংরক্ষক ও লেখক) এবং তরুণ প্রাণীগবেষক এবং লেখক আশিকুর রহমান সমী (একান্ত সচিব, পরিবেশ বিষয়ক উপদেষ্টা)।

শুধু বার্ড রেসে বিজয়ীদের পুরস্কার দেয়াই নয়, সেইভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান) এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, দেশের বন-প্রকৃতি ও প্রাণী রক্ষায় নিবেদিত কিছু নির্বাচিত মানুষজনকে। পুরস্কার ও সম্মাননাপ্রাপ্তরা হলেন:

১) ‘তানিয়া খান মেমোরিয়াল ওয়াইন্ডলাইফ ফটোগ্রাফার’ এর পুরস্কার জিতেছেন মাহমুদুল বারী। ২) ‘ড. আনিসুজ্জামান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ এন্থসিয়াস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান সমী। ৩) সেরা ‘ওয়াইল্ডলাইফ অরগানাইজেশন অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ সংস্থাটি। ৪) সেরা ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। ৫) ‘মাদার অফ এনিমেল কেয়ার’ এওয়ার্ড পেয়েছেন নায়লা নাঈম। ৬) ‘বেস্ট ওয়াইল্ডলাইফ ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে DOGGO SAGE।

৭) ‘বছরের সেরা ওয়াইল্ডলাইফ কনজারভেটর’ (সরকারি কর্মকর্তা) সম্মাননা পেয়েছেন নিগার সুলতানা। ৮) জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষে ‘বেস্ট আরবান বার্ড স্যাংচুয়ারি এওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেছেন শওকত ইমরান আরাফত। ৯) ‘অ্যাম্বাসেডর অফ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি’ সম্মাননা পেয়েছেন সোফিয়া জামান। ১০) ‘বেস্ট অথর অন ওয়াইল্ডলাইফ’ সম্মাননা পেয়েছেন ফরিদী নুমান।

এছাড়াও ‘বেস্ট রেস্কিউয়ার’ হিসেবে কামরুন নাহার কণা, ‘বেস্ট সোয়ান ইউনিট’ হিসেবে রাজশাহী ইউনিট, ‘অ্যানিম্যাল-সেইভার’ হিসেবে রকের নেতৃত্বে সোয়ান এর মিশন সেন্টমার্টিন সদস্যদের সম্মাননা দেন সোয়ান এর প্রেসিডেন্ট আদনান আজাদ। দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশের স্বার্থে দলমত-ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসার এবং প্রকৃতি রক্ষায় জনসচেতনতার ব্যাপারে অনুষ্ঠানে বক্তরা গুরুত্ব আরোপ করেন।

Manual6 Ad Code

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন সাখাওয়াত হোসাইন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code