সকল অপরিকল্পিত ও দূষণ সৃষ্টিকারী শিল্পায়ন বন্ধের দাবীতে কক্সবাজারে জনসমাবেশ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সকল অপরিকল্পিত ও দূষণ সৃষ্টিকারী শিল্পায়ন বন্ধের দাবীতে কক্সবাজারে জনসমাবেশ

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ : লবণ, পান, মৎস ও পর্যটন শিল্প রক্ষায় কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ সকল অপরিকল্পিত ও দূষণ সৃষ্টিকারী শিল্পায়ন বন্ধের দাবিতে কক্সবাজারে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে কক্সবাজারের পেকুয়া কবির আহমেদ বাজার, ওয়াপদা চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

পেকুয়া বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধরা-এর কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশন এর সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী; কক্সবাজার জেলা প্রেসক্লাব এর সভাপতি, ধরা- কক্সবাজারের আহ্বায়ক ও কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী; আইনজীবী নেতা এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি মীর মোশারফ হোছাইন টিটু; অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ; পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক; শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড. জাকির হোসেন হাওলাদার; পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম; পেকুয়ার সমাজসেবী ইকবাল হোসাইন প্রমুখ। এছাড়াও পরিবেশকর্মী, সাংবাদিক, ধরা এবং পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-মাতারবাড়ি এলাকার নেতৃবৃন্দ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code