উচ্চ রক্তচাপ ঝুঁকি মোকাবেলায় নিরাপদ খাদ্য শীর্ষক ওয়েবিনার কাল

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

উচ্চ রক্তচাপ ঝুঁকি মোকাবেলায় নিরাপদ খাদ্য শীর্ষক ওয়েবিনার কাল

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৫ : উচ্চ রক্তচাপ ঝুঁকি মোকাবেলায় নিরাপদ খাদ্য শীর্ষক ওয়েবিনার আয়োজন করা হয়েছে কাল।

Manual3 Ad Code

জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে আগামীকাল রবিবার (০২ ফেব্রুয়ারী ২০২৫) সকাল ১১টায় অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অভাবে বাংলাদেশের জনগণের মধ্যে উচ্চ রক্তচাপ ঝুঁকিসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যমান পরিস্থিতি এবং আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন ডা. মুহাম্মদ হাবিবুর রহমান, লাইন ডাইরেক্টর, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি);
*ড. মোহাম্মদ মোস্তফা,* সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; *অধ্যাপক ড. নাজমা শাহীন*, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; *অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী,* বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট; *শামসুন্নাহার নাহিদ,* বিভাগীয় প্রধান, খাদ্য ও পুষ্টি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল; *মুহাম্মদ রূহুল কুদ্দুস*, সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); এবং *এবিএম জুবায়ের*, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।

Manual3 Ad Code

এছাড়াও এই ওয়েবিনারে ভার্চুয়ালী যুক্ত হবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি ভি.ডা: রাধা কান্ত দাশ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণি পেশার মানুষ।

Manual3 Ad Code

ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/85071322197?pwd=6SkU4nHt6XXxRGShNXwHkGFPbJyYWP.1
আইডি: 850 7132 2197
পাসওয়ার্ড: 026687

বি.দ্র: ওয়েবিনারটি www.facebook.com/hearthealthalertbd পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code