বেতন-বোনাস না দিলে শ্রম ভবনেই ঈদ করবেন পোশাকশ্রমিকরা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

বেতন-বোনাস না দিলে শ্রম ভবনেই ঈদ করবেন পোশাকশ্রমিকরা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ মার্চ ২০২৫ : বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে আজও রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

Manual4 Ad Code

আজ (২৯ মার্চ ২০২৫) বিকেল ৪টার মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে আল্টিমেটাম দিয়েছেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

ঘটনাস্থল থেকে জানা যায়, শ্রম ভবনের সামনে বর্তমানে ৩০০ শতাধিক শ্রমিক অবস্থান করছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই কান্না করছিলেন।

বেতন-বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরেই শ্রম ভবনে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা।

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বিকেলেও বাসন হাতে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা।

Manual2 Ad Code

আজ শ্রমিকরা জানান, বেতন-বোনাস না নিয়ে তারা বাড়ি ফিরে যাবেন না। প্রয়োজনে শ্রম ভবনেই ঈদ করবেন।

Manual2 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘বাড়িতে ছেলে-মেয়েরা না খেয়ে আছে। বেতন ছাড়া বাড়ি গেলে ওদের সামনে মুখ দেখাব কেমন করে!’

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code