বামপন্থীদের শক্তিবৃদ্ধি, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যের ডাক সিপিএম ২৪তম কংগ্রেসের

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

বামপন্থীদের শক্তিবৃদ্ধি, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যের ডাক সিপিএম ২৪তম কংগ্রেসের

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | তামুক্কাম গ্রাউন্ড, মাদুরাই (তামিলনাডু), ০২ এপ্রিল ২০২৫ : প্রতিক্রিয়াশীল অন্ধকারের শক্তিকে পিছনে ঠেলে দিতে সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রিত হতে হবে। ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রগতিশীল মূল্যবোধে সম্পৃক্ত এক ‘নতুন ভারত’ গড়ে তোলার জন্য একযোগে সক্রিয় হতে হবে।

Manual3 Ad Code

সিপিআইএম ২৪তম পার্টি কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে এই মর্মে আহ্বান জানালেন পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত। এই লক্ষ্যে বামপন্থীদের ঐক্য আরো জোরালো করার জন্য ডাক দিয়েছেন তিনি। সিপিআইএমকে দেশজুড়ে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা মনে করিয়েছেন কমরেড কারাত।

Manual7 Ad Code

কমরেড কারাত বলেছেন একমাত্র বামপন্থীরাই ধারাবাহিকভাবে কর্পোরেট-হিন্দুত্ব শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রাম জারি রেখেছে। সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ধারাবাহিকভাবে লড়াই করেছে শ্রমজীবী বিরোধী নয়া উদারবাদী নীতির।

Manual1 Ad Code

বুধবার (২ এপ্রিল ২০২৫) মাদুরাইয়ের তামুক্কাম গ্রাউন্ডে রক্ত পতাকা উত্তোলন করে শুরু হয়েছে পার্টি কংগ্রেস। রক্ত পতাকা উত্তোলন করেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা কমরেড বিমান বসু। ১৯৭২ সালে মাদুরাই তে হয়েছিল সিপিআই(এম) পার্টি কংগ্রেস। সেবারও যোগ দিয়েছিলেন কমরেড বিমান বসু। সেই পার্টি কংগ্রেসের ছিলেন কমরেড পিনারাই বিজয়ন, কমরেড মানিক সরকার, কমরেড এস আর পিল্লাই। এই তিন নেতাই রয়েছেন ২৪তম পার্টি কংগ্রেসেও।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেছেন পার্টি পলিট ব্যুরোর সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Manual6 Ad Code

কমরেড কারাত বলেন, বামপন্থীদের ঐক্যকে আরও শক্তিশালী করা ও বাম রাজনীতির আরও প্রভাব বৃদ্ধির জন্য এটাই সময়। নয়া-উদারনৈতিক পুঁজিবাদের বিরোধিতায় ও শ্রমিক জনগণের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পথে বামপন্থীরাই একমাত্র রাজনৈতিক শক্তি যারা নিরবিচ্ছিন্নরূপে সক্রিয় রয়েছে। হিন্দুত্ববাদী নয়া-ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা ও প্রতিহত করতে জরুরি মতাদর্শগত দায়বদ্ধতা রয়েছে বামপন্থীদেরই। বামপন্থীরাই একমাত্র শক্তি যারা আমাদের দেশে সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পারে।
তিনি বলেন, সমস্ত বামপন্থী শক্তিকে সঙ্গে নিয়ে একটি বাম ও গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার দিকে সিপিআই(এম) এগিয়ে যাবে। তিনি বলেন, পার্টি কংগ্রেসের প্রধান দায়িত্ব রাজনৈতিক কৌশলগত লাইন নির্দিষ্ট করা। যে লাইন নিয়ে পার্টি সর্বত্র লড়াইয়ে ভূমিকা নেবে।

কমরেড কারাতের আহ্বান, সমস্ত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিগুলির হাতে হাত রেখে বিজেপি-আরএসএসের বিরুদ্ধে সংগ্রামকে সফলভাবে পরিচালিত করতে ব্যাপকতার ঐক্য গড়তে সিপিআই(এম) অঙ্গীকার করছে। পার্টি কংগ্রেসের মঞ্চ থেকে তাঁর আহ্বান, প্রতিক্রিয়াশীল অন্ধকারের শক্তিকে পিছনে ঠেলে দিতে সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি একত্রিত হোক! ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রগতিশীল মূল্যবোধে সম্পৃক্ত এক ‘নতুন ভারত’ গড়ে তোলার জন্য আসুন, আমরা সকলে একসঙ্গে সক্রিয় হই।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code