সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
বিশেষ প্রতিনিধি | নয়া দিল্লি (ভারত), ২৩ এপ্রিল ২০২৫ : জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৮ জন নিরীহ মানুষের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পলিট ব্যুরো। এই মর্মান্তিক হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সিপিআই(এম)। এই হামলায় বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। সিপিআই(এম) তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছে।
এই ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। জম্মু ও কাশ্মীরের পুলিশ ও নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীন। এমন জঘন্য হামলার জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনতে কেন্দ্র সরকারকে সর্বতোভাবে উদ্যোগ নিতে হবে। এ ঘটনার অপরাধীরা জাতির শত্রু, কাশ্মীরের মানুষেরও শত্রু। পর্যটক-পূর্ণ এলাকায় নিরাপত্তার ঘাটতি সহ সমস্ত দিক খতিয়ে দেখে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।
এ শোকের সময়ে উগ্র মৌলবাদী শক্তির বিরুদ্ধে সিপিআই(এম) ভারতের জনসাধারণের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D