গ্রামসির চিন্তায় কাউন্টার হেজিমনি ‘রাষ্ট্র ও জনসমাজ’

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

গ্রামসির চিন্তায় কাউন্টার হেজিমনি ‘রাষ্ট্র ও জনসমাজ’

Manual7 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০১ মে ২০২৫ : দুনিয়া পাল্টানোর রাজনীতি হিসেবে মার্কসের কাছে যা ছিল অনুশীলনের দর্শন। গ্রামসির চিন্তায় তা কাউন্টার হেজিমনি বা আধিপত্যের পাল্টা। এই আধিপত্য কেবল অর্থনৈতিক বা সামরিক আধিপত্য নয়, বরং তা একই সাথে সাংস্কৃতিক এবং ভাবাদর্শগত আধিপত্য। আধিপত্যের পাল্টা নির্মাণ ব্যতিরেকে রাজনৈতিক রূপান্তর সংগঠিত হতে পারে না।

আধিপত্য বিস্তার করেই শাসক যেহেতু শাসক হিসেবে বহাল থাকে। নিম্নবর্গের মুক্তির জন্য গ্রামসি তাই আধিপত্যের পাল্টা ধারণা প্রদান করেন।

Manual5 Ad Code

প্রকৃতপক্ষে, গ্রামসির সামগ্রিক চিন্তার গতিমুখ ছিল রাজনৈতিক রূপান্তরের দিকে। রাষ্ট্র কীভাবে কাজ করে, এই বইয়ে গ্রামসি তা পরিষ্কারভাবে দেখিয়েছেন।

সমাজের কোন কোন স্তর বা গোষ্ঠী রাষ্ট্রের সুবিধাভোগী হয় তারও ইঙ্গিত দিয়েছেন। মার্কসীয় চিন্তার তাত্ত্বিক হিসেবে তিনি জানতেন, সর্বহারার শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই। জিতে নেওয়ার জন্য আছে পুরো দুনিয়া।

Manual8 Ad Code

শৃঙ্খলের গঠন প্রণালী জানলে শৃঙ্খল ভাঙ্গা সহজ হয়। কাজেই, আধিপত্য কীভাবে রূপায়িত হয় তার বিশ্লেষণ সাপেক্ষে গ্রামসি আধিপত্যের পাল্টা ধারণা প্রদান করেছিলেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে শাসকগোষ্ঠী জনগণের মাঝে এই ধারণা বদ্ধমূল করতে সক্ষম হয়েছে, রাজনৈতিক রূপান্তরের আর কোনও প্রয়োজন নেই। কিন্তু মানুষের বাস্তব দুনিয়া সর্বদা পরিবর্তনশীল, ফলে তার নতুন সংজ্ঞায়ন দরকার। এই বই সেই প্রচেষ্টার একটি অংশ।

Manual7 Ad Code

বই: রাষ্ট্র ও জনসমাজ
লেখক: আন্তোনিও গ্রামসি
ভাষান্তর: গৌরাঙ্গ হালদার
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
বিক্রয় মূল্য: ২৫% ছাড়ে ২২৫ টাকা

অর্ডার করতে পেইজে মেসেজ করুন, বা ফোন করুন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন

Manual5 Ad Code

অর্ডার লিংক: https://gronthik.com/product/rastro-o-janasomaj-utECDu

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code