ভারত-পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান চীনের

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

ভারত-পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান চীনের

Manual5 Ad Code

কূটনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ০৭ মে৷ ২০২৫ : ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার, সংযম অবলম্বনের এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা বলেন।

বেইজিং থেকে সিনহুয়া জানায়, বুধবার ভোরে পাকিস্তানে ভারতের সামরিক হামলা ও পাকিস্তানের জোরালো প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ভারতের এই সামরিক অভিযান অনাকাঙ্ক্ষিত এবং চলমান পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন।

ভারত ও পাকিস্তান পরস্পরের প্রতিবেশী ছিল, আছে এবং থাকবে—এবং তারা উভয়েই চীনের প্রতিবেশী—এ কথা স্মরণ করিয়ে দিয়ে মুখপাত্র আরও বলেন, চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘আমরা উভয় পক্ষকে বৃহত্তর শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম অবলম্বনের এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানাই।’

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code