স্বামী, সংসার এবং ইজ্জত হারিয়েও আমরা আজ দেশ ও সমাজের চোখে ঘৃণিত: বীরাঙ্গনা সালমা

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৫

স্বামী, সংসার এবং ইজ্জত হারিয়েও আমরা আজ দেশ ও সমাজের চোখে ঘৃণিত: বীরাঙ্গনা সালমা

Manual5 Ad Code

মশিউল আলম হান্নান |

মুক্তিযুদ্ধের সময় সালমার বয়স ছিল ২২ বছর। পরিবার পরিকল্পনা অফিসের চাকরি। এবং স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার ছিল তার। স্বামীও চাঁটগায় ওয়াপদা অফিসে চাকরি করতেন এবং সেইসাথে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সালমা বলেন – এপ্রিল মাসের ৪ তারিখে আমার স্বামী এবং দেবরকে যখন মিলিটারিরা ধরে নিয়ে যায় তখন আমি এবং আমার ছেলে মেয়ে দৌড়ে যাচ্ছিলাম স্বামীর পেছন পেছন। ওরা আমার স্বামী আর দেবরকে মেরে ফেলে আমাকে আর আমার সন্তানদেরকে গাড়িতে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে আরো প্রায় ১০০ জনের মত মহিলা ছিল। আমি ছেলে মেয়েসহ ঐ মহিলাদের সঙ্গেই থাকতাম। আমাকে ধরার দিন থেকে ওরা অত্যাচার করা আরম্ভ করে। বাধা দিলে ওরা আমাদের প্রচন্ড মারধর করত, দিনে রাতে চার পাঁচ জন করে অত্যাচার করতে থাকে আমি সহ একেক জন মহিলাকে। ক্যাম্পে ওরা আমাকে দুই মাস রেখে নির্যাতন করেছিল। পরে আমার ছেলে মেয়ে কান্নাকাটি এবং বিরক্ত করত বিধায় ওরা আমাদেরকে ক্যাম্প থেকে বের করে দেয়।

Manual3 Ad Code

১৯৭২ সালের মার্চের ৬ তারিখে সালমা তার দেওয়া বিবৃতিতে আরো বলেন, স্বামী, সংসার এবং ইজ্জত হারিয়েও আমরা আজ দেশ ও সমাজের চোখে ঘৃণিত।

??????

Manual7 Ad Code

লেখা: শেখ সিরাজ ভাই এর ওয়াল থেকে।

Manual8 Ad Code

ছবি: প্রতীকী ও মুক্তিযুদ্ধ-ই-আর্কাইভ থেকে নেওয়া।

*********************
১০ মে ২০১৭ এর পোষ্ট।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code