ইসরায়েলের বামপন্থী দল হাদাশের নেতা-কর্মীদের গ্রেফতার: সমতা ও শান্তির লড়াইয়ে নতুন চাপ

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

ইসরায়েলের বামপন্থী দল হাদাশের নেতা-কর্মীদের গ্রেফতার: সমতা ও শান্তির লড়াইয়ে নতুন চাপ

Manual5 Ad Code

হাফিজ সরকার |

? ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ)-এর ডেপুটি চেয়ারম্যানসহ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এতে সমতা ও শান্তির লড়াইয়ে নতুন চাপ সৃষ্টি হচ্ছে।

Manual6 Ad Code

তেল আবিবে বামপন্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশি হামলা আর রাজনৈতিক গ্রেফতারের নিন্দা জানাচ্ছি।

ইসরায়েলি পুলিশ গত রোববার (১৫ জুন ২০২৫) তেল আবিবে যুদ্ধবিরোধী এক শান্তিপূর্ণ ও বৈধ সমাবেশে হিংসাত্মকভাবে হামলা চালিয়ে বেশ কিছু প্রতিবাদীকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন হাদাশ পার্টির ডেপুটি চেয়ারম্যান ও আইনজীবী নোয়া লেভি, ব্যাংক কর্মী ইতামার গ্রিনবার্গ সহ আরও এক কর্মী।

প্রতিবাদের মূল দাবিসমূহ:
– গাজায় গণহত্যার অবসান।
– ইরানে যুদ্ধবিরতি।
– সকল পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক শান্তিচুক্তি।
– এমন রাজনৈতিক সমাধান যা সকল জাতির শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

Manual5 Ad Code

হাদাশের তীব্র প্রতিক্রিয়া:

Manual5 Ad Code

ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি (হাদাশ) এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলে “এটি নেতানিয়াহু ও বেন-গভীরের রক্তাক্ত নীতির বিরোধিতা করার অপরাধে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর রাজনৈতিক দমন-পীড়ন। পুলিশ আইনের বাহন নয়, বেন-গভীরের সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে।”

হাদাশ জানাচ্ছে-
– গ্রেফতারের মাধ্যমে সরকার সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে চাইছে।
– যুদ্ধবিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করছে।
– ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে হাদাশের সংগ্রাম অব্যাহত থাকবে।

হাদাশের দাবি:
১. সকল গ্রেফতারকৃতের তাৎক্ষণিক মুক্তি।
২. প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান।
৩. যুদ্ধ, উসকানি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে গত কয়েক মাসে এ ধরনের বহু প্রতিবাদ পুলিশি বাধার সম্মুখীন হয়েছে, শান্তিকামী ইহুদি-আরব এক্টিভিস্টরা। মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে এই ঘটনাকে “গণতন্ত্রের জন্য অন্ধকার দিন” হিসেবে আখ্যা দিয়েছে।

Manual8 Ad Code

হাদাশের পরবর্তী পদক্ষেপ:
হাদাশ আগামী ২৪ ঘণ্টায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে এবং আদালতে গ্রেফতারকৃতদের পক্ষে আইনি লড়াই চালাবে বলে জানিয়েছে।
#

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code