সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিসের ব্যাচ-১৭ শুরু জুলাইয়ে

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫

সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিসের ব্যাচ-১৭ শুরু জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুন ২০২৫ : বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানসের উদ্যোগে দেশের প্রথম ‘সার্টিফিকেট কোর্স ইন জেনারেল প্র্যাকটিস (সিসিজিপি) ব্যাচ-১৭ শুরু হচ্ছে জুলাইয়ে।

সেশনঃ জুলাই-সেপ্টেম্বর ২০২৫।
ভর্তির যোগ্যতাঃ রেজিস্টার্ড এম.বি.বি.এস ও বি.ডি.এস চিকিৎসক এবং ইন্টার্ন।

কোর্সের মেয়াদঃ ৩ মাস।
ক্লাস মিডিয়াঃ অনলাইন লাইভ জুম।

ক্লাস সময়ঃ
রুটিন ক্লাস- জুলাই-সেপ্টেম্বর, প্রতি বৃহঃ-শুক্র, রাত ০৯:৩০-১১:৩০।

রিভিশন ক্লাস- সেপ্টেম্বর, প্রতি বুধবার রাত ০৯:৩০-১১:৩০।

রেকর্ডেড ক্লাস- প্রতি সপ্তাহের ক্লাস শেষে রেকর্ড এক্সেস দেয়া হবে।

কোর্স সময়ঃ ৬০ ঘণ্টাৃ
কোর্স ফিঃ ১২,০০০/=

(২ টি ইন্সটলমেন্ট এভেইলেবল, ৬,০০০/=+৬,০০০/=)
আসন সংখ্যাঃ ৭০ টি (১০ টি ডাক্তারখানার জিপি দের জন্য সংরক্ষিত)

ভর্তি শুরুঃ ০১ জুন ২০২৫।
ভর্তি শেষঃ ২০ জুন ২০২৫ (সিট খালি থাকা সাপেক্ষে)।
ক্লাস শুরুঃ ০১ জুলাই ২০২৫।

কেন এই কোর্সটি করবেনঃ

১) আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থায় জিপি বা চেম্বার বা আউটডোরে রোগী দেখার প্রশিক্ষন সাধারনত দেয়া হয় না। এই কোর্সটিতে প্রধানত চেম্বার প্র্যাকটিসের ব্যবহারিক বিষয় গুলো শেখানো হবে।

২) আমরা বাংলাদেশে প্রথম জিপি প্র্যাকটিস এবং জিপি মডেল (ডাক্তারখানা) নিয়ে কাজ শুরু করি। এখন পর্যন্ত ৮৫০০ এর অধিক চিকিৎসক কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

৩) আমাদের রয়েছে জিপি রিলেটেড টিচিং দেবার জন্য এক্সপার্ট ফ্যাকাল্টি প্যানেল, যারা বিগত ৫ বছর যাবত জিপি প্রশিক্ষন দিয়ে আসছেন।

৪) এই কোর্সে লাইভ জুম ক্লাসে জিপি রিলেটেড সকল বিষয় শেখানো হবে – মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, ডার্মাটোলজি, ইএনটি, অপথ্যালমোলজি, সাইকিয়াট্রি, ল্যাকটেশন ম্যানেজমেন্ট, ইমারজেন্সি ম্যানেজমেন্ট, বেসিক ইসিজি, এক্সরে এবং আল্ট্রাসনোগ্রাফী।

৫) কোর্স সমাপণী পরীক্ষার পূর্বে এক্সট্রা রিভিউ ক্লাস এর আয়োজন থাকবে যাতে অংশগ্রহন করে কোর্স এর পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে।

৬) সফলতার সাথে এই কোর্স শেষ করে নির্ভয়ে এবং কনফিডেন্টলী চেম্বার শুরু করা সম্ভব হবে।

৭) জিপি গাইড এড্রয়েড এপ এক্সেস প্রদান করা হবে।

৮) প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে এবং বিশেষ কোনো কারনে কোনো ক্লাস মিস হলে অথবা গ্যাপ থাকলে পার্টিসিপ্যান্টস রা কোর্স চলাকালীন রেকর্ডেড ক্লাস এর এক্সেস নিতে পারবেন। উল্লেক্ষ্য, ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী কোর্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৭৫% ক্লাস এ সরাসরি উপস্থিতি আবশ্যক।

৯) কোর্স এর শুরু তে জিপি গাইডলাইন বই, জিপি গাইড এন্ড্রয়েড এপ ও কোর্স শেষে ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর পক্ষ থেকে কোর্স কম্পলিশন সার্টিফিকেট প্রদান করা হবে।

১০) কোর্স সমাপণী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী পার্টিসিপ্যান্টস দের ‘বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল ফিজিশিয়ানস’ এর পক্ষ থেকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করা হবে।

ভর্তি প্রক্রিয়াঃ
– 01313825454 অথবা 01717137479 নম্বরে সরাসরি কল অথবা হোয়াটসএপ করে রেজিঃ নম্বর নিন (সকাল ১০ টা থেকে রাত ১০ টা)।

-রেজিঃ নম্বর পাওয়ার পর নীচের বিকাশ/নগদ নম্বরে কোর্স ফি সাবমিট করুন –
01890270777 (বিকাশ মার্চেন্ট- পেমেন্ট অপশন), 01890270777 (নগদ পার্সোনাল- সেন্ড মানি অপশন)।
-ফি সাবমিট করার সময় রেফারেন্স নম্বর অপশনে সিসিজিপি রেজিঃ নম্বর লিখুন।
-ফি সেন্ড করার পর নীচের রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করে রেজিঃ সম্পন্ন করুন, ফর্মে ফি ট্রানজেকশন আইডি ও যে নাম্বার থেকে ফি সেন্ড করেছেন সেটি সতর্কতার সাথে লিখুন-
https://societyofgpbd.com/ccgp-registration/
-ফর্ম পূরনের ৪৮ ঘন্টার মধ্যে রেজিঃ কনফার্মেশন মেইল সেন্ড করা হবে ও পরবর্তীতে কোর্স শুরুর ১ সপ্তাহ পূর্বে সিসিজিপি ব্যাচ-১৭ হোয়াটসএপ গ্রুপ এ এড করে নেয়া হবে।

যেকোন তথ্যের জন্য পেজ এর মেসেঞ্জার এ ইনবক্স করুন অথবা নীচের হোয়াটসএপ নম্বরে যোগাযোগ করুন-

01717137479 (কোর্স-কোর্ডিনেটর)
চলমান কোর্স সমূহের বিষয়ে আপডেট পেতে ও জিপি রিলেটেড সাপোর্ট পেতে আমাদের মেডিকেল গ্রুপ এ জয়েন করুন।

গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/gp.guide/

এ সংক্রান্ত আরও সংবাদ