আমার দুলাভাই, শারমিন নাহার নিরু’র বর মাহফুজুর রহমান আর নেই

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫

আমার দুলাভাই, শারমিন নাহার নিরু’র বর মাহফুজুর রহমান আর নেই

মঞ্জুরে খোদা টরিক |

আমার দুলাভাই, শারমিন নাহার নিরু’র বর’ মাহফুজুর রহমান আর নেই। তৃতীয়বারের মত স্ট্রোক করে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে আমার বোনকে একা করে– পৃথিবী থেকে বিদায় নিলেন।

এক সময় নাচ-গান, খেলাধূলা করা আমার এই বোন অত্যন্ত সরল নীরিহ স্বভাবের। তাঁর দুই ছেলের’ ছোট ছেলেটি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর হঠাৎ করেই ক্যান্সার আক্রান্ত হয়ে বছর দুই আগে মারা গেছেন। আজ তাঁর স্বামীর মৃত্যু সংবাদ, নিঃসন্দেহে তাঁর জন্য অনেক বড় আঘাত। তাঁকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। ভাবতেই বুক ভার হয়ে আসে!

মাহফুজ ভাইয়ের বাড়ি বগুড়ার ধূনট উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে পাশ করে- দীর্ঘদিন অসুস্থ থাকা মাকে গ্রামের বাড়ীতে সেবা করতে এসে আর আইন পেশায় যুক্ত হননি। পিতার ক্ষয়িষ্ণু জমিদারী ও জমিজমার উপর নির্ভরশীল হয়ে, সামাজিক কাজকর্ম, মানতবতার সেবায় জীবনের শেষ দিনটি পার করলেন।

তাঁর কাছে আমার সবচেয়ে বড় ঋণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হুলিয়া ও জামাত-শিবিরের দায়ের করা কয়েকটি হত্যা মামলায় বিরতি দিয়ে তাদের বাড়িতে মাসের পর মাস আত্মগোপনে ছিলাম। এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে থানা-পুলিশ তার বাড়ি অবধি আমাদের খবর করেননি। তিনি বুক দিয়ে আমাদের আগলে রেখেছেন। মনে পড়ে সেই সব রোমাঞ্চকর দিনগুলো ও স্মৃতির কথা।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছি।