সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
আজ ২৭ আগষ্ট আমার ছোট বোন গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আজিজুর রহমানের কনিষ্ঠ কন্যা ড.নিরাফাত আনাম শিপ্রার ২৪তম মৃত্যু বার্ষিকী।
মৃত্যুর সময় তার বয়স ছিল ৪৪বৎসর। সে ওই সময় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর বিভাগের সহকারী অধ্যাপক ছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষা ক্ষেত্রে রিসোর্স পার্সন হিসেবে কাজ করে গেছেন।জাতীয় প্রতিবন্ধী ফোরাম, সিডিডি, সিএস আই ডি, ইম্প্যাক্ট ফাউন্ডেশন, একশন এইড, ব্রিটিশ এসোসিয়েশন অব টিচার্স অব ডেফ, কম্যুনিকেশন থেরাপি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের সদস্য সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংগঠনের কাজের সাথে জড়িত ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞানে অনার্স-মাস্টার্স করে ঢাকায় প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান হাই কেয়ার স্কুলে ভাইস প্রিন্সিপাল হিসেবে তার পিতা ও স্বামীর অনুপ্রেরনায় শিক্ষকতার কাজ শুরু করে। তারপর যুক্তরাজ্যের বার্মিংহামে বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পি এইচ ডি ডিগ্রি লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করে।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ তার পৈতৃক বাড়ি গাইবান্ধা শহরের বাসায় দোয়া খায়ের অনুষ্ঠিত হবে এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
ডক্টর নিরাফাত আনামের স্মরণে ঢাকায় একটি সংগঠনের পক্ষ থেকে প্রতি ২ বছর পর পর শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়।
তার স্বামী ছিলেন কয়েকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র চিত্র গ্রাহক প্রয়াত মাহফুজুর রহমান খান। নিরাফাত আনামের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ছাত্র বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. তারিক আহসান, ড মাহাবুবুর রহমান লিটু, উন্নয়ন ও সমাজ সংগঠক জাহিদুল কবীর টিটু ওর প্রিয় ছাত্রী তাহমিনা পলি তাদের কথা আমি স্মরণ করি ওরা সবসময় নিরাফাত আনামের কাজের সাথী ছিল। তাদের মঙ্গল কামনা করি ও দোয়া রইল।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি