নির্জন দুপুরে

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫

নির্জন দুপুরে

Manual3 Ad Code

সাদিয়া নাজিব |

কিছু নির্জন দুপুর, করি তার জন্য উৎসর্গ
আঙুলে জড়াই, লোপাট হয়ে যাওয়া স্মৃতির ধুলো।
বাস্পীভূত সেই সব প্রেম অপ্রেমের দিন
হয়েছে লীন,
চিলেকোঠার সিঁড়ির শেষ ধাপে
যেখানে ছায়ান্ধকারে অবহেলায় পড়ে থাকে
বালিকার প্রথম প্রেম!
আহা বালিকা!
এবেলার বাড়ন্ত দুপুরে মত্ত তুমি ইহলৌকিক খেলায়
সাপুড়ে বীণ পারদর্শী শুধু সুচতুর ছলাকলায়
নির্জন দুপুর জানে
একদিন সত্যিই ছোবল বসাবে নীল
উন্মার্গগামী সময়ের কদর্য লোলুপতায়।
#
সাদিয়া নাজিব

Manual6 Ad Code

এই কবিতার সারমর্ম ও মূলভাব –
লিখেছেন সৈয়দ আমিরুজ্জামান –

Manual5 Ad Code

কবিতায় কবি কিছু নির্জন দুপুরকে উৎসর্গ করেছেন হারিয়ে যাওয়া স্মৃতিকে। জীবনের প্রথম প্রেম, বালিকার আবেগ, এবং অতীতের অনেক অমূল্য মুহূর্ত সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, যেন ধুলোর মতো লোপাট হয়ে গেছে। চিলেকোঠার সিঁড়ির অন্ধকারে যেমন অবহেলায় পড়ে থাকে বালিকার প্রথম প্রেম, তেমনি জীবনের নির্দোষ অনুভূতিগুলোও ভুলে যাওয়া হয়।

বর্তমানের প্রলোভন, ইহলৌকিক খেলা আর কৌশলী ছলনায় ভেসে চলেছে মানুষ। কিন্তু নির্জন দুপুর জানে, একদিন সেই সময়ই ছোবল বসাবে—অর্থাৎ লোভ, ছলনা আর সময়ের নিষ্ঠুরতা প্রেম ও নিষ্পাপতার উপর আঘাত হানবে।

Manual3 Ad Code

মূলভাব:
কবিতাটি মূলত হারিয়ে যাওয়া প্রেম ও অতীতের স্মৃতিচারণা, এবং বর্তমান জীবনের ছলনা ও সময়ের লোভনীয় অথচ ধ্বংসাত্মক প্রভাবকে তুলে ধরেছে।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code