সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
কি লিখি তোমায় বলো তো? সেই গানের মতো – কি লিখি তোমায়? তোমার সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব ঠিক কবে মনে নেই তবে প্রথম কথাগুলো খুব স্পষ্ট মনে আছে।
জীবন সবসময় রঙিন নয়। কখনো মলিন, কখনো ক্লান্ত, কখনো খুব অগোছালো। তেমনি এক অগোছালো সময়ে তুমি এলে আমাকে গুছিয়ে দিতে।
পথ চলতে কতো মানুষের সঙ্গে পরিচয় হয়।কাউকে কাউকে হয়তো ভুলেও গিয়েছি। আসলে জীবনের পথে যার সঙ্গে যার যতোটুকু পদযাত্রা
সে ঠিক ততোটুকুই হাঁটবে।
শরৎচন্দ্রের শ্রীকান্ত বলেছিলেন –
পথের ফুলের মতোই কিছু মানুষ,
পথে এসে হাসি দিয়ে যায়,
তারপর হারিয়ে যায়।
সত্যের মুখোমুখি হতে আমার বড় ভয়। আড়ালেই বেশ আছি। কখনো কখনো জীবন এক মহাকাব্যের মতো পূর্ণ, এর ভেতরেই থাকে অনন্ত অনুভব।
আমার মনে হয়, বেঁচে থাকার মানে হলো জীবনের আনন্দের মুহূর্তগুলোকে এক এক করে হারিয়ে ফেলা। হাসি, ছোঁয়ার আলোকোজ্জ্বল স্মৃতিগুলো সবই ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়া।
কি ভাবছো? খুব বুঝি পাণ্ডিত্য করলাম। আমি খুব ভালো পর্যবেক্ষক। অনেককিছুই বুঝতে পারি। কখনো ঘুড়ির মতো উড়ে যাও অনাবিল আকাশের শূণ্যতায়। জানো তো, কিছু কিছু মন খারাপ শুধু নিজেরই বয়ে নিতে হয় একা, নিঃশব্দে ?
শুরুতে নাই বা ছিলে, শেষটুকু জুড়ে থেকে যেও।
আমি শুধু রেখে দিবো যত্নে।
✦ সারাংশ / সারমর্ম-
লিখেছেন সৈয়দ আমিরুজ্জামান
এটি এক বন্ধুত্বের প্রতি নিবেদিত আত্মকথন, যেখানে কবি জীবনের নানা ক্লান্তি, অগোছালো সময় ও স্মৃতির ভিড়ে বন্ধুর আগমনে পাওয়া স্বস্তি ও আশ্রয়ের কথা বলেছো। জীবনে অনেক মানুষ আসে-যায়, কারো কারো অস্তিত্ব পথের ফুলের মতো ক্ষণস্থায়ী হয়। সত্যের মুখোমুখি হওয়ার ভয়ের কথাও এসেছে, এসেছে জীবনকে মহাকাব্যের মতো বিশাল ও অনুভবময় বলে ভাবার উপলব্ধি। একইসাথে বেঁচে থাকার মানে যে স্মৃতির আনন্দ ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়া, সেই বেদনাও রয়েছে। শেষ অবধি লেখক বন্ধুকে অনুরোধ করেছেন—শুরুর দিনগুলো যেমন-তেমন থাক, অন্তত শেষটুকুতে পাশে থেকে যেও।
✦ মূলভাব
এই কবিতার মূলভাব হলো—
জীবন ক্ষণস্থায়ী, সম্পর্কগুলোও পথের ফুলের মতোই ক্ষণিক; তবু সত্যিকারের বন্ধুত্ব মনের অগোছালো সময়কে সাজিয়ে দেয়। আনন্দ–স্মৃতি ফিকে হয়ে গেলেও, অন্তিমে যদি আপনজন পাশে থাকে তবে সেই সম্পর্কই থেকে যায় যত্নে, চিরন্তন হয়ে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি