নতুন কুঁড়ি ২০২৫: শিশু-কিশোরদের প্রাণের মঞ্চে শুরু আঞ্চলিক বাছাই পর্ব

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

নতুন কুঁড়ি ২০২৫: শিশু-কিশোরদের প্রাণের মঞ্চে শুরু আঞ্চলিক বাছাই পর্ব

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বহুল জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সারাদেশে একযোগে শুরু হয়েছে। প্রথম ধাপ হিসেবে আঞ্চলিক (প্রাথমিক) বাছাই পর্বের কার্যক্রম শুরু হয় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে।

Manual7 Ad Code

বিটিভির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে সবার কাছে সমাদৃত। গানের পাশাপাশি আবৃত্তি, অভিনয়, নৃত্যসহ নানা বিষয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পায় সারা দেশের শিশু-কিশোররা।

আজকের বাছাই কার্যক্রমে রাজধানীর বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঢাকা কেন্দ্র-১ ও ঢাকা কেন্দ্র-২ এর অডিশন। সারাদিনব্যাপী এ আয়োজন সরাসরি তদারকি করেন অনুষ্ঠানটির প্রযোজক, সংশ্লিষ্ট বিচারক মণ্ডলী এবং বিটিভির প্রোগ্রাম প্রেজেন্টার মেহেনাজ মুন্নী।

এক ফেসবুক স্ট্যাটাসে বিটিভির প্রোগ্রাম প্রেজেন্টার মেহেনাজ মুন্নী জানান, “নতুন কুঁড়ি এক আবেগের নাম। শিশু-কিশোরদের প্রাণের মঞ্চে আজ থেকে শুরু হলো ২০২৫ সালের আঞ্চলিক বাছাই পর্ব। সারাদিন আমরা ঢাকা কেন্দ্র-১ ও ঢাকা কেন্দ্র-২ এর অডিশন নিয়ে ব্যস্ত আছি বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে।”

Manual8 Ad Code

এ ছাড়া নতুন কুঁড়ি সংক্রান্ত সংবাদ বিটিভির নিয়মিত খবরের বুলেটিনে সম্প্রচারিত হচ্ছে দুপুর ২টা, ৩টা ও ৪টার সংবাদে।

Manual4 Ad Code

নতুন কুঁড়ি অনুষ্ঠানটি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। নব্বইয়ের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে অসংখ্য গুণী শিল্পী এই মঞ্চ থেকে উঠে এসেছেন। সংগীত, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন মাধ্যমে দেশের শিল্প-সংস্কৃতিতে যারা এখন সুপ্রতিষ্ঠিত, তাদের অনেকে এই প্রতিযোগিতার মাধ্যমে পথচলা শুরু করেছিলেন।

Manual2 Ad Code

উল্লেখযোগ্য বিষয় হলো, এবারও সারাদেশের প্রতিটি বিভাগ ও জেলায় একইসঙ্গে বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত প্রতিযোগীরা পরে জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

দেশজুড়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবারও জমজমাট হয়ে উঠছে বাংলাদেশ টেলিভিশনের চিরচেনা মঞ্চ ‘নতুন কুঁড়ি’।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code