শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনে রায়পুরে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনে রায়পুরে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

Manual5 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষীপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন।

Manual3 Ad Code

পরিদর্শনকালে ইউএনও ইমরান খান বলেন, “পূর্বের যেকোনো বছরের তুলনায় এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কেউ যেন দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ বা ব্যাহত করতে না পারে—সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি পূজা কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে কঠোর নিরাপত্তা বিধান মেনে চলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, “গত ১৫ দিন ধরে আমরা পর্যায়ক্রমে প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছি। মন্দির এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।” তিনি আরও জানান, গুজব মোকাবেলায় রায়পুর থানা একটি বিশেষ অনলাইন মনিটরিং সেল গঠন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য প্রচার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মকর্তারা পূজামণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

রায়পুর উপজেলায় এ বছর প্রায় সবকটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক টিম এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ বছর দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

Manual8 Ad Code

দেশের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলোর একটি শারদীয় দুর্গাপূজা। পূজা ঘিরে লক্ষীপুরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code