সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ সেপ্টেম্বর ২০২৫ : শারদীয় দুর্গোৎসবের আনন্দকে শহর থেকে গ্রামীণ প্রান্তিক মানুষের ঘরে ঘরে ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে শ্রীমঙ্গলের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সংগঠনের পক্ষ থেকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগান ও নওয়াগাঁওয়ের শব্দ কর সম্প্রদায়ের দুই শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষের হাতে নতুন জামা, শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্গীকার পরিষদের সভাপতি নৃপেশ ঘোষ, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম ফয়ছল, সহ-সাধারণ সম্পাদক শেখর বৈদ্য কানন, সাংবাদিক সঞ্জয় দে, গোপাল কর ও ঝলক দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নৃপেশ ঘোষ বলেন, “আমরা চাই পূজার আনন্দ কেবল শহর বা মণ্ডপেই সীমাবদ্ধ না থাকুক। সমাজের প্রতিটি প্রান্তে এই আনন্দ ছড়িয়ে যাক। সবাই মিলেমিশে যেন উৎসব উদযাপন করতে পারে, সেটিই আমাদের প্রচেষ্টা।”
শারদীয় দুর্গোৎসব বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। পূজাকে ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অনগ্রসর মানুষরা প্রায়শই নতুন পোশাক বা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকেন। সেই বাস্তবতা বিবেচনা করেই অঙ্গীকার পরিষদের এই উদ্যোগ—যা শুধু মানবিক সহায়তাই নয়, উৎসবকে সর্বজনীন করার এক প্রচেষ্টা।
চা-বাগান ও আদিবাসী জনগোষ্ঠীর অনেক পরিবার জানায়, এই পোশাক পাওয়া তাদের জন্য ছিল এক বিশেষ আনন্দের বিষয়। শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর নারীদের হাসিমুখে তা প্রকাশ পায়। স্থানীয়রা মনে করছেন, এই ধরণের সামাজিক উদ্যোগ কেবল উৎসবের সাম্যই আনে না, বরং সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও দৃঢ় করে।
অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। দুর্গোৎসবের সময় পোশাক বিতরণের এই কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি