সিলেট ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
বই পর্যালোচনা প্রতিবেদক | ঢাকা, ০৭ অক্টোবর ২০২৫ : প্রায় দেড় শতাব্দী আগের এক অভিযাত্রার বর্ণনা যেন নতুন করে পাঠকের সামনে হাজির হয়েছে বাংলায়। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জঙ্গলে প্রবেশ করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও রহস্যময় প্রকৃতি নিয়ে নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন টমাস হারবার্ট লেউইন। তাঁর সেই ঐতিহাসিক স্মৃতিকথা A Fly on the Wheel প্রকাশিত হয় ১৮৮৫ সালে লন্ডনে।
দেড়শ বছর পর, বইটির পার্বত্য চট্টগ্রাম-সংক্রান্ত অধ্যায়গুলোর মননশীল অনুবাদ নিয়ে প্রকাশিত হয়েছে ‘থাংলিয়ানা: পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযান (১৮৬৫–১৮৭২)’, অনুবাদ করেছেন হারুন রশীদ।
বইয়ে উঠে এসেছে এক অজানা সময় ও ভূখণ্ডের বাস্তবচিত্র—যেখানে ‘তাউংথা’ নামে পরিচিত উপজাতিরা বাস করত সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে। সমতলের মানুষের কাছে এরা ছিল রহস্যময়, বর্বর আর নিষিদ্ধ এক সম্প্রদায়। সেই সময় নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লেউইন প্রবেশ করেন ওই জনপদে, তাঁদের সঙ্গে বন্ধুত্ব গড়েন, বোঝার চেষ্টা করেন তাদের জীবন ও সংস্কৃতি। পাহাড়ের মানুষ তাঁকে ভালোবেসে ডাকতে শুরু করে ‘থাংলিয়ানা’, যার অর্থ—“পাহাড়ের বন্ধু”।
বইটি কেবল এক ব্রিটিশ কর্মকর্তার অভিযানকাহিনি নয়, বরং ইতিহাস, নৃতত্ত্ব ও মানবসম্পর্কের এক জটিল মিশ্র দলিল। এতে দেখা যায়, সভ্যতার নামে উপনিবেশিক আধিপত্য কীভাবে পাহাড়ের নির্জন জীবনে ছাপ ফেলে, আর সেই আঘাতে কীভাবে বদলে যায় মানুষ ও পরিবেশ।
হারুন রশীদের অনুবাদে লেউইনের ভাষা ও অভিজ্ঞতা নতুন করে প্রাণ পেয়েছে। নিখুঁত বর্ণনা, ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভাষার মাধুর্যে থাংলিয়ানা হয়ে উঠেছে কেবল ভ্রমণবৃত্তান্ত নয়, বরং বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ও সংস্কৃতি বোঝার এক মূল্যবান দলিল।
বইয়ের নাম: থাংলিয়ানা: পার্বত্য চট্টগ্রামে এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযান (১৮৬৫–১৮৭২)
লেখক: ক্যাপ্টেন টমাস হারবার্ট লেউইন
অনুবাদ: হারুন রশীদ
মূল গ্রন্থ: A Fly on the Wheel (লন্ডন, ১৮৮৫)
ধরন: ভ্রমণ / স্মৃতিকথা / ইতিহাস
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি