উদ্ভাবকদের জন্য দারুণ খবর: ক্লিনটেক এক্সিলারেটর প্রোগ্রামের সময়সীমা বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

উদ্ভাবকদের জন্য দারুণ খবর: ক্লিনটেক এক্সিলারেটর প্রোগ্রামের সময়সীমা বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ অক্টোবর ২০২৫ : উদ্ভাবন ও উদ্যোক্তাবৃত্তির বিকাশে আরেকটি বড় সুযোগ এনে দিয়েছে এসএমই ফাউন্ডেশন। বিপুল সাড়া ও আবেদনকারীদের অনুরোধে “Cleantech Accelerator & Commercialization Program”-এর আবেদন গ্রহণের শেষ তারিখ বাড়িয়ে ৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা ও দুর্গাপূজা ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ভাবনা থেকে বাস্তবতা: প্লাস্টিকমুক্ত ভবিষ্যতের পথে বাংলাদেশ

“From Ideas to Impact – Bangladesh Innovates for a Plastic-Free Future” স্লোগানে আয়োজিত এই কর্মসূচি বাংলাদেশের উদ্ভাবকদের প্লাস্টিক দূষণ হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং টেকসই বিকল্প উপকরণ উন্নয়নে সহায়তা করবে।

এই উদ্যোগটি জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) ও পরিবেশ অধিদপ্তরের (DoE) যৌথ পরিকল্পনায়, নরওয়ের রয়্যাল এমবাসির সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে।

প্রোগ্রামের লক্ষ্য ও সুযোগ

ক্লিনটেক এক্সিলারেটর প্রোগ্রামটি এমন উদ্ভাবকদের জন্য, যারা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প উপকরণ, রিসাইক্লিং প্রযুক্তি, বা সার্কুলার ইকোনমি-র ধারণায় কাজ করছেন।

অংশগ্রহণকারীরা পাবেন—

ক্যাপাসিটি বিল্ডিং: দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ ও মেন্টরশিপ;

প্রোটোটাইপ ও গবেষণা সহায়তা: উদ্ভাবন উন্নয়ন ও পরীক্ষার সুযোগ;

বিনিয়োগ সংযোগ: বিনিয়োগকারী, ইনকিউবেটর ও শিল্প খাতের সঙ্গে নেটওয়ার্ক;

দৃশ্যমানতা ও স্বীকৃতি: জাতীয় পর্যায়ে প্রদর্শনী ও গণমাধ্যম কাভারেজ;

কমার্শিয়ালাইজেশন গাইডেন্স: বাজারে প্রবেশ ও স্কেল-আপের পরামর্শ।

কে আবেদন করতে পারবেন

এই প্রোগ্রামটি উন্মুক্ত—

প্লাস্টিক রিসাইক্লিং বা টেকসই বিকল্প উপকরণে কাজ করা স্টার্টআপ ও এসএমই;

নতুন ধারণা নিয়ে কাজ করা উদ্ভাবক ও উদ্যোক্তা;

Manual3 Ad Code

শিক্ষার্থী ও গবেষকরা, যাদের উদ্ভাবনের বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে;

এনজিও ও কমিউনিটি গ্রুপ, যারা বর্জ্য হ্রাস বা পুনর্ব্যবহারে কাজ করছেন;

নারী উদ্যোক্তারা, যারা ক্লিনটেক খাতে নতুন উদ্ভাবন নিয়ে এগিয়ে আসছেন।

অংশগ্রহণের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই—

বাংলাদেশের নাগরিক বা স্থানীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে;

Manual6 Ad Code

প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার বা বিকল্প উপকরণ বিষয়ে কার্যকর ধারণা, প্রোটোটাইপ বা প্রাথমিক পর্যায়ের উদ্যোগ থাকতে হবে;

প্রশিক্ষণ, মেন্টরশিপ ও পিচিং সেশনে সক্রিয় অংশগ্রহণে আগ্রহী হতে হবে;

প্রস্তাবিত উদ্ভাবনের স্কেল-আপ, পরিবেশগত প্রভাব ও বাণিজ্যিক সম্ভাবনা থাকতে হবে;

নারী নেতৃত্বাধীন দল হলে অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে আগ্রহীদের করতে হবে—

১. যোগ্যতা যাচাই: উপরের মানদণ্ড অনুসারে নিজের দল ও উদ্ভাবন যাচাই করুন।

২. পিচ ডেক প্রস্তুত করুন: নির্ধারিত টেমপ্লেট ডাউনলোড করে পূরণ করুন।

৩. অনলাইনে আবেদন করুন: পূর্ণাঙ্গ আবেদন ফর্ম ও পিচ ডেক সংযুক্ত করে জমা দিন।

আবেদন লিংক: ???? https://shorturl.at/3ObzR
???? নতুন শেষ তারিখ: ৪ নভেম্বর ২০২৫

Manual1 Ad Code

উদ্ভাবনের বাংলাদেশে নতুন সম্ভাবনা

Manual6 Ad Code

এসএমই ফাউন্ডেশনের এক কর্মকর্তার ভাষায়— “বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা এখন টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে দারুণ সাফল্য দেখাচ্ছে। ক্লিনটেক এক্সিলারেটর প্রোগ্রাম তাদের জন্য একটি বাস্তব প্ল্যাটফর্ম, যেখানে ধারণা থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত পূর্ণ সহায়তা পাওয়া যাবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের উদ্যোগ দেশের সবুজ অর্থনীতি গড়ে তুলতে, প্লাস্টিক দূষণ হ্রাসে এবং টেকসই ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এখনই আবেদন করুন – মেন্টরশিপ, সিড ফান্ডিং ও গ্লোবাল এক্সপোজারের সুযোগে অংশ নিন!
ভাবনা থেকে বাস্তবতা – প্লাস্টিকমুক্ত ভবিষ্যতের জন্য বাংলাদেশের উদ্ভাবন।

???? Apply Now: https://shorturl.at/3ObzR
???? শেষ সময়সীমা: ৪ নভেম্বর ২০২৫

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code