লক্ষ্মীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি’র সাথে বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

লক্ষ্মীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি’র সাথে বাংলাদেশ প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ০৯ অক্টোবর ২০২৫: লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) এ.কে.এম আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি.বি. রায় চৌধুরী ও সদস্য সচিব মেহেদী হাসান রাসেল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম, জনসেবা ও গণশুনানির বিষয় নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন সহকারী পরিচালক।

আলোচনায় এডি আবু সাঈদ বলেন, “লিফলেটে প্রতি মঙ্গলবার গণশুনানির কথা উল্লেখ থাকলেও আমি প্রতিদিনই জনগণের কথা শুনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। পাসপোর্ট একটি সংবেদনশীল বিষয়, তাই কোনো সেবাগ্রহীতা যেন হয়রানির শিকার না হন, সেটিই আমার প্রথম অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “আমি প্রতিদিনের কাজ অসমাপ্ত রেখে কখনোই অফিস ত্যাগ করি না। জনগণের সেবা করাই আমার মূল দায়িত্ব। যদি সেই সেবা দিতে না পারি, তাহলে এই চেয়ারে বসার কোনো অধিকার আমার নেই।”

Manual8 Ad Code

বর্তমানে পুলিশ ভেরিফিকেশন না থাকায় প্রতিটি নতুন পাসপোর্ট আবেদনকারীর নথি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Manual6 Ad Code

উল্লেখ্য, এ.কে.এম আবু সাঈদ ২০২৪ সালের ৯ জুন লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি.বি. রায় চৌধুরী এবং সদস্য সচিব মেহেদী হাসান রাসেল বলেন, “বর্তমান এডি সাহেবের আন্তরিকতা, সেবার মান ও দৃষ্টিভঙ্গি পূর্বের যেকোনো সময়ের চেয়ে উন্নত। সেবা প্রার্থীরাও এতে সন্তুষ্ট। আমরা আশাবাদী, এই সেবামুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code