দৈনিক স্বাধীন মত পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শামসুল ইসলাম

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

দৈনিক স্বাধীন মত পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শামসুল ইসলাম

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ অক্টোবর ২০২৫ : দেশের বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় জাতীয় দৈনিক স্বাধীন মত পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীমঙ্গলের রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবী মো. শামসুল ইসলাম।

দৈনিক স্বাধীন মত পত্রিকার সম্পাদক এম এ এম বুলবুল স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। নিয়োগপত্রে সম্পাদক বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি দপ্তরসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Manual7 Ad Code

মো. শামসুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার অঞ্চলে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

রাজনৈতিক ও পারিবারিক পটভূমি

মো. শামসুল ইসলামের পিতা ছিলেন শ্রীমঙ্গলের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের অন্যতম নেতা, ন্যাপ (মোজাফফর)-এর জেলা পর্যায়ের বিশিষ্ট সংগঠক এবং ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।
তিনি ছিলেন ১৯৬৩ সালের ঐতিহাসিক বালিশিরা পাহাড় আন্দোলনের অন্যতম কিংবদন্তি সংগঠক। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক এই পরিবারটি শ্রীমঙ্গলের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে।

শিক্ষাজীবন ও সামাজিক সম্পৃক্ততা

মো. শামসুল ইসলাম শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ছাত্রজীবন থেকেই তিনি সাংগঠনিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জাতীয় ছাত্র সমাজের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি। পরবর্তীতে তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হয়ে দায়িত্ব পালন করেছেন মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি এবং উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে।

সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবন

তিনি শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের স্থায়ী বাসিন্দা। তার একমাত্র কন্যা সামিয়া ইসলাম মৌলভীবাজার মহিলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

Manual1 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

Manual8 Ad Code

নতুন দায়িত্ব গ্রহণের পর মো. শামসুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ-এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শ্রীমঙ্গলের সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে মো. শামসুল ইসলাম একজন সৎ, দায়িত্বশীল ও সচেতন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। তার মতো নিষ্ঠাবান ব্যক্তিত্বের হাতে সাংবাদিকতার দায়িত্ব অর্পণ হওয়ায় ‘স্বাধীন মত’-এর পাঠকরা নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করতে পারেন।”

মো. শামসুল ইসলামের এই নিয়োগের মধ্য দিয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলায় দৈনিক স্বাধীন মত-এর সংবাদ কাভারেজ আরও গতিশীল ও প্রাণবন্ত হবে বলে স্থানীয় গণমাধ্যম অঙ্গনে প্রত্যাশা করা হচ্ছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code