বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ: তরুণদের জন্য অভিজ্ঞতার নতুন দুয়ার আইসিডিডিআর,বি

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ: তরুণদের জন্য অভিজ্ঞতার নতুন দুয়ার আইসিডিডিআর,বি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫ : বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি (icddr,b)-তে ইন্টার্ন হিসেবে কাজ করার অনন্য সুযোগ পাচ্ছেন দেশের ও বিশ্বের তরুণ শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার ৩০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করে থাকে।

গবেষণার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ

আইসিডিডিআর,বি-র ইন্টার্নশিপ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা সরাসরি গবেষণাগারে ও ফিল্ড সাইটে কাজ করার সুযোগ পান। জনস্বাস্থ্য গবেষণা, ক্লিনিক্যাল স্টাডি, এবং কম খরচে কার্যকর স্বাস্থ্যসেবা পদ্ধতির বাস্তব প্রয়োগ ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ তৈরি হয় তাদের জন্য।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্বমানের গবেষক ও চিকিৎসক দলের সঙ্গে কাজ করার পাশাপাশি, আধুনিক গবেষণাগার, পরীক্ষামূলক ক্ষেত্র, ও মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারেন। এটি ভবিষ্যতে তাদের গবেষণা ও জনস্বাস্থ্যখাতে ক্যারিয়ার গঠনে দৃঢ় ভিত্তি স্থাপন করে।

কে আবেদন করতে পারবেন

এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন বর্তমান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অথবা সম্প্রতি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা। সুযোগ রয়েছে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং প্রতিষ্ঠানের সহায়ক সেবা বিভাগে (যেমন মানবসম্পদ, অর্থনীতি, প্রশাসন, প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগ) কাজ করারও। এর ফলে বিজ্ঞান ও প্রশাসনিক দুই ধারাতেই তরুণরা নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পান।

Manual5 Ad Code

বহুমাত্রিক শিক্ষার পরিবেশ

আইসিডিডিআর,বি-র ইন্টার্নশিপ কর্মসূচি একাধারে বহুবিদ্যাবিষয়ক (multi-disciplinary), উদ্ভাবননির্ভর এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের সমস্যার সমাধান বের করতে শিখেন, যা পরবর্তীতে আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণায় তাদের অংশগ্রহণকে আরও ফলপ্রসূ করে তোলে।

কেন আইসিডিডিআর,বি-তে ইন্টার্নশিপ করবেন

আধুনিক গবেষণাগার ও বিশ্বমানের বিজ্ঞানীদের সঙ্গে কাজের সুযোগ,

বাস্তব ফিল্ড সাইটে গবেষণা পর্যবেক্ষণ,

জনস্বাস্থ্য, ক্লিনিক্যাল রিসার্চ ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন,

ক্যারিয়ার গঠনে আন্তর্জাতিক মানের দিকনির্দেশনা,

Manual3 Ad Code

নেটওয়ার্ক গঠনের সুযোগ এবং গবেষণাপত্রে অংশগ্রহণের সম্ভাবনা।

আবেদনের নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআর,বি-র অফিসিয়াল ওয়েবসাইটে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

Manual7 Ad Code

আবেদনের ঠিকানা: http://training.icddrb.org/internship

প্রত্যেক বছর নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী আবেদন আহ্বান করা হয়। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, আগ্রহের ক্ষেত্র এবং গবেষণামূলক মনোভাবের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়।

আইসিডিডিআর,বি: বাংলাদেশের গর্ব

১৯৬০-এর দশকে প্রতিষ্ঠিত আইসিডিডিআর,বি বিশ্বব্যাপী স্বীকৃত একটি গবেষণা প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলিতে জনস্বাস্থ্য গবেষণায় অসামান্য ভূমিকা রাখছে। কলেরা, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে উদ্ভাবনী গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটি বহু জীবন রক্ষা করেছে।

শেষ কথা

Manual8 Ad Code

জনস্বাস্থ্য, চিকিৎসাবিজ্ঞান বা প্রশাসনিক দক্ষতা অর্জনের স্বপ্ন দেখেন যারা, তাদের জন্য আইসিডিডিআর,বি-র ইন্টার্নশিপ কর্মসূচি হতে পারে জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা। গবেষণা, সেবা ও মানবতার সংমিশ্রণে গড়ে ওঠা এই কর্মসূচি তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code