শ্রীমঙ্গলে নবাগত সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান রাজুর যোগদান

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

শ্রীমঙ্গলে নবাগত সার্কেল এএসপি মো. ওয়াহিদুজ্জামান রাজুর যোগদান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৯ অক্টোবর ২০২৫ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন মো. ওয়াহিদুজ্জামান রাজু। তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন কর্মকর্তা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নবাগত এই কর্মকর্তা। এসময় জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, নবাগত সার্কেল এএসপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও স্বাগত বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, এবং শ্রীমঙ্গল সার্কেলের বিদায়ী সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনিসুর রহমান।

উল্লেখ্য, যোগদানের আগে মো. ওয়াহিদুজ্জামান রাজু ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি একজন মেধাবী, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল সার্কেল (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা) এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে নবাগত এএসপি রাজু অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code