সিলেট ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | বালি (ইন্দোনেশিয়া), ১২ নভেম্বর ২০২৫ : ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘Young Cultural Diplomacy Forum 2025’। তিনদিনব্যাপী এই ফোরামটি আয়োজিত করছে The CSCD (Center for Strategy and Cultural Diplomacy)।
ফোরামটিতে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে তরুণ অংশগ্রহণকারীরা একত্রিত হবেন, যেখানে তারা সংস্কৃতি, কূটনীতি, বৈশ্বিক সহযোগিতা ও নেতৃত্ব বিষয়ক বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সব পেশাগত ও শিক্ষাগত পটভূমির তরুণরাই এতে আবেদন করতে পারবেন।
এই ফোরামে অংশগ্রহণের জন্য ৫টি সম্পূর্ণ অর্থায়িত (Funded) আসন এবং ১৫টি আংশিক অর্থায়িত (Partially Funded) আসন রাখা হয়েছে।
Funded আসনপ্রাপ্তরা ফোরামের যাবতীয় খরচ—যেমন আবাসন, খাবার, ইভেন্ট মার্চেন্ডাইজ এবং ভ্রমণ-সহায়তা—সম্পূর্ণভাবে পাবেন।
Partially Funded আসনপ্রাপ্তরা মোট সম্মেলন ফি-এর ৫০% পর্যন্ত সহায়তা পাবেন।
তাছাড়া, অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজনকে “Ideal Strategist” হিসেবে নির্বাচিত করা হবে। নির্বাচিত এই অংশগ্রহণকারী ভবিষ্যতে CSCD-র সঙ্গে প্রকল্পভিত্তিক কাজ করার বিশেষ সুযোগ পাবেন।
আবেদনের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর ২০২৫।
আগ্রহী আবেদনকারীরা বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এই লিংকে।
Link: https://scholarshipscorner.website/young-cultural-diplomacy-forum-bali/

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি