একাধিক পদে নিয়োগ দিচ্ছে বাংলা এফএম

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

একাধিক পদে নিয়োগ দিচ্ছে বাংলা এফএম

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ : দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও রেডিও বাংলা এফএম (www.bangla.fm) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলার সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ এবং সাধারণ মানুষের জীবনকথা বিশ্বব্যাপী তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করা এই সংবাদমাধ্যমে কাজ করার সুযোগ পাচ্ছেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা।

Manual3 Ad Code

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা এফএমে ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি এবং ক্যাম্পাস প্রতিনিধি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতার পাশাপাশি নতুন ও আগ্রহী সংবাদকর্মীদেরও আবেদনের সুযোগ থাকছে, যা সাংবাদিকতা পেশায় নতুনদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

আবেদনের যোগ্যতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক অথবা স্নাতক অধ্যয়নরত। অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ ও লাইভ সম্প্রচারে দক্ষ, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি আবেদনকারীদের সংবাদ লেখার দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং গণমাধ্যমে কাজের আগ্রহ থাকতে হবে।

নেতৃত্বে যাঁরা

বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ, সম্পাদক মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক) এবং নির্বাহী সম্পাদক মুহাম্মদ আসাদুল্লাহর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে ই-মেইলের মাধ্যমে। আবেদনকারীরা তাদের সিভি পাঠাতে পারবেন newsroombanglafm@gmail.com এই ঠিকানায়। এছাড়াও অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual6 Ad Code

যোগাযোগের ঠিকানা

বাংলা এফএম-এর কার্যালয় অবস্থিত—
১৬৪/১, মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
যোগাযোগের জন্য ফোন নম্বর: +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ই-মেইল: banglafm@bangla.fm

Manual2 Ad Code

আগ্রহীদের প্রতি আহ্বান

যাঁরা কলম ও ক্যামেরার মাধ্যমে দেশ ও মানুষের কথা বিশ্বদরবারে তুলে ধরার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলা এফএম কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিয়োগের মাধ্যমে তারা আরও শক্তিশালী ও গতিশীল সংবাদ টিম গড়ে তুলতে চায়।

এ সংক্রান্ত আরও সংবাদ