চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণের দাবিতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণের দাবিতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা

শেখ জুয়েল রানা || শ্রীমঙ্গল, ২৬ জুলাই ২০২০ : চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণের দাবিতে শ্রীমঙ্গলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর লিচি বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন আড. মইনুর রহমান, আ্যড. জুনায়েদ আহমেদ, জলি পাল, প্রীতম দাশ, মিঠুন বোনার্জী, কিরণ বৈদ্য, চন্দন বোনার্জী প্রমূখ।
বক্তারা বলেন, ১৭০ বছরের চা শ্রমিকের বঞ্চনার ইতিহাস আজও বহমান। এ দেশে নেই তাদের ভূমির অধিকার। স্থায়ী আবাসনের অভাবে হয় না চাকরি, পায় না তরুণরা ব্যাংক ঋণ। ১০২ টাকা মজুরী দিয়ে জীবিকা চালাবে, না কি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক কিনবে। এরা অপুষ্টিতে ভুগছে। কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। আমরা এ মতবিনিময় সভার মাধ্যমে চা শ্রমিকদের মজুরী ৫শ টাকা নির্ধারণের আহ্বান জানাচ্ছি।
চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলনের সহযোগিতায় ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের এ সভা অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ