সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬ : দেশকে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নপথে এগিয়ে নিতে উদ্যোক্তা সৃষ্টি এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। কর্মসংস্থানের চাপ, তরুণদের বিপুল জনসংখ্যা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনশীল বাস্তবতায় উদ্যোক্তাই হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। এই প্রেক্ষাপটে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে বিকাশের সুযোগ করে দেওয়া—আইডিয়া, প্রশিক্ষণ ও প্রাথমিক পুঁজি (সিড মানি) সহায়তার মাধ্যমে—জাতীয় উন্নয়নের একটি কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
এই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশেষ করে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। ব্র্যাক বিজনেস স্কুলের অধীন পরিচালিত ‘উদ্যমী আমি’ কর্মসূচি এমনই একটি প্ল্যাটফর্ম, যা নারীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখছে।
নারীর ক্ষমতায়নে উদ্যোক্তার ভূমিকা
বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও উদ্যোক্তা হিসেবে নারীর সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম। সামাজিক বাধা, পুঁজি সংকট, প্রশিক্ষণের অভাব এবং নেটওয়ার্কিং সুযোগের সীমাবদ্ধতা—এই সব চ্যালেঞ্জ নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে বড় অন্তরায়। ‘উদ্যমী আমি’ কর্মসূচি এসব বাস্তব সমস্যাকে মাথায় রেখেই নকশা করা হয়েছে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা ব্যবসায়িক ধারণা তৈরি, বাজার বিশ্লেষণ, আর্থিক পরিকল্পনা, ডিজিটাল মার্কেটিং, নেতৃত্ব দক্ষতা এবং টেকসই ব্যবসা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব অভিজ্ঞতা ও মেন্টরশিপের মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাসী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শেখা থেকে প্রয়োগ—বাস্তব পরিবর্তনের গল্প
‘উদ্যমী আমি’ কর্মসূচির একটি বড় শক্তি হলো এর প্রয়োগভিত্তিক কাঠামো। এখানে নতুন উদ্যোক্তারা শেখার পাশাপাশি নিজেদের ব্যবসায়িক ধারণা বাস্তবে প্রয়োগের সুযোগ পাচ্ছেন। অনেক অংশগ্রহণকারী ইতোমধ্যেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) গড়ে তুলেছেন, কেউ কেউ আবার সামাজিক ব্যবসার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন।
এই উদ্যোক্তারা শুধু নিজেদের আর্থিক স্বাবলম্বী করছেন না, বরং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক নারীদের জন্য এই ধরনের উদ্যোগ হয়ে উঠছে পরিবর্তনের হাতিয়ার।
ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিশ্রুতি
ব্র্যাক ইউনিভার্সিটি বরাবরই শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নের সমন্বিত মডেলে বিশ্বাসী। ‘উদ্যমী আমি’ তারই একটি বাস্তব উদাহরণ। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, শিল্পখাতের বিশেষজ্ঞ এবং সফল উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত মেন্টর প্যানেল অংশগ্রহণকারীদের সার্বিকভাবে সহায়তা করে থাকেন।
এই কর্মসূচির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি প্রমাণ করছে, সঠিক দিকনির্দেশনা ও সহায়তা পেলে নারীরাও উদ্যোক্তা হিসেবে সমানভাবে সফল হতে পারেন। দীর্ঘমেয়াদে এটি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিবন্ধনের আহ্বান
নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন যাদের আছে, তাদের জন্য ‘উদ্যমী আমি’ হতে পারে একটি কার্যকর সূচনা বিন্দু। আগ্রহীরা এখনই নিবন্ধন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।
নিবন্ধন লিংক: https://docs.google.com/forms/u/1/d/e/1FAIpQLSf4kYAQ9K3invE-GY14VYdgY3DsH6cbSRXY0HFyQV237LxDvQ/viewform?pli=1
কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bracu.ac.bd/academics/schools-and-departments/brac-business-school/women-empowerment-cell/women-1
নিবন্ধনের শেষ তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬
উপসংহার
বাংলাদেশকে এগিয়ে নিতে হলে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। আর সেই উদ্যোক্তা যদি হন নারী, তবে তা উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তোলে। ব্র্যাক ইউনিভার্সিটির ‘উদ্যমী আমি’ কর্মসূচি সেই লক্ষ্যেই কাজ করে চলেছে—নারীদের স্বপ্নকে শক্তিতে রূপ দিয়ে, উদ্যোক্তাকে উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি